ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্যাচ নিয়ে দুই দেশের খেলোয়াড়রাই নানা মন্তব্য রেখেছেন। জিও হটস্টারে 'গ্রেটেস্ট রাইভালরি রিটার্নস' অনুষ্ঠানের একটি এপিসোডে এসে যুবরাজ সিং বলেই বসলেন এই হাইভোল্টেজ ম্যাচে কে নজর কাড়বেন।
আজ ভারত পাকিস্থান ম্যাচ । ম্যাচ শুরু হওয়ার সময় ইতিমধ্যেই দেখতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত বনাম পাকিস্তান মহাসংগ্রাম। এই দুটো দল এখনও পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে জেতে ভারত। আর প্রথমেই হেরে গিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে পাকিস্থানের। আজকের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্থানের বিরুদ্ধে ভারতের কোন ব্যাটসম্যান মারকাটারি খেলবে আর ৬০ বলে সেঞ্চুরি হাঁকাবে তা নিয়ে একপ্রকার বাজি ধরে ফেললেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি প্রশংসায় ভরিয়ে দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং প্রতিভাকে ।
ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্যাচ নিয়ে দুই দেশের খেলোয়াড়রাই নানা মন্তব্য রেখেছেন। জিও হটস্টারে 'গ্রেটেস্ট রাইভালরি রিটার্নস' অনুষ্ঠানের একটি এপিসোডে এসে যুবরাজ সিং বলেই বসলেন এই হাইভোল্টেজ ম্যাচে কে নজর কাড়বেন। তিনি বলে বলসেন, এদিন যদি যদি নিজের ফর্মে থাকে রোহিত শর্মা , তবে এই ব্যাটার সেঞ্চুরি হাঁকাতে পারে ৬০ বলে। তিনি আবেগঘন হয়ে বলেই বসলেন, একবার রান আসতে দিন ওর ব্যাটে , তারপর দেখুন কীভাবে চার-ছক্কার ফোয়ারা ছোটাতে পারে রোহিত শর্মা । তিনি আরও যোগ করে বলেন, ও সবথেকে ভাল ব্যাট করে শর্ট বল ফেললেই।
যুবরাজ সিং জোর দিয়ে বলেন, রোহিত শর্মার সামনে যদি কোনও বোলার ঘণ্টায় ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে আসে, তাহলে তাকে সহজেই হুক মেরে বাউন্ডারির বাইরে পাঠাতে পারে রোহিত। সবসময়ই ১২০ থেকে ১৪০-এর মধ্যে থাকে ওর স্ট্রাইক রেট । যদি দিনটা শুরু যদি ও করতে পারে, তাহলে ম্যাচ জিতিয়ে ফিরতে পারে ও একাই। পরিসংখ্যান দেখলে দেখা যাবে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সব দুর্দান্ত রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত তিনি ১৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্থানকে দুরমুশ করে ৮৭৩ রান করেন এই রোহিত শর্মা। যার মধ্যে রোহিতের রয়েছে জোড়া সেঞ্চুরি এবং ৮ হাফসেঞ্চুরি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
