যুজবেন্দ্র চাহালই প্রথম নন, তাঁর আগেও এই ক্রিকেটারদের বিবাহবিচ্ছেদ হয়েছে?
গত কয়েক বছরে একাধিক ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ধনশ্রী ভার্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট ও বিনোদন জগতে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ধনশ্রী ভার্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে
বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রায় ফ্যামিলি কোর্টে কাউন্সেলিংয়ের পর ধনশ্রী ভার্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হল।
বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন ধনশ্রী-চাহাল, এবার তাঁদের বিচ্ছেদ হল
গত দেড় বছর ধরে আলাদা থাকছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হল।
একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই আলাদা হয়ে গিয়েছেন ধনশ্রী-চাহাল
ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহাল সরকারিভাবে জানিয়েছেন, তাঁদের একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। এই কারণেই তাঁরা আলাদা হয়ে গিয়েছেন।
যুজবেন্দ্র চাহালের আগেও বেশ কয়েকজন ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হয়েছে
যুজবেন্দ্র চাহালই প্রথম ক্রিকেটার নন যাঁর বিবাহবিচ্ছেদ হল। তাঁর আগে বেশ কয়েকজন ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হয়েছে।
বিয়ের ৫ বছর পর প্রথম স্ত্রীর সঙ্গে দীনেশ কার্তিকের বিবাহবিচ্ছেদ হয়
বিয়ের ৫ বছর পর প্রথম স্ত্রী নিকিতা বানজারার সঙ্গে দীনেশ কার্তিকের বিবাহবিচ্ছেদ হয়। নিকিতার সঙ্গে মুরলী বিজয়ের সম্পর্কের জেরেই বিবাহবিচ্ছেদ হয়। এরপর দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন কার্তিক।
বিয়ের ৯ বছর পর আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদ হয়
২০১২ সালে আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে শিখর ধাওয়ানের বিয়ে হয়। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
হাসিন জাহানের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আলাদা হয়ে গিয়েছেন মহম্মদ শামি
মহম্মদ শামির বিরুদ্ধে অত্যাচার, বিবাহ-বহির্ভূত সম্পর্ক-সহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করেন স্ত্রী হাসিন জাহান। সব অভিযোগ অস্বীকার করেন শামি। ২০২৩ সালের জানুয়ারিতে কলকাতার আদালত শামিকে নির্দেশ দেয়, হাসিন ও তাঁর মেয়ে আইরার জন্য প্রতি মাসে ১.৩ লক্ষ টাকা করে দিতে হবে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ হয়েছে
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে নিয়ে যতটা হইচই হয়েছিল, তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও সেরকমই চর্চা হয়েছে। দীর্ঘদিন ধরে আলাদা থাকার পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে
বিয়ের চার বছর পর ২০২৪ সালের জুলাইয়ে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। তাঁরা দু'জনেই ছেলে অগস্ত্যর দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
ধনশ্রী ভার্মার বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই কি বিবাহবিচ্ছেদ হয়েছে?
যুজবেন্দ্র চাহালের সদ্য প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জল্পনা চলছে।