সংক্ষিপ্ত
- ম্যারাথনে রেকর্ড কেনিয়ার এলুড কিপচোগের
- মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ও ৪০ সেকেন্ড শেষ করলেন ম্যারাথন
- প্রথম অ্যাথলিট হিসাবে ৪২.১৯৫ কিমির ম্যারাথনে রেকর্ড এলুডের
- আগামী দিনে রেকর্ড ভাঙতে অন্যদের চ্যালেঞ্জ কিপচোগের
দু ঘণ্টারও কম সময়ের মধ্যে ফুল ম্যারাথন শেষ করলেন কেনিয়ার রানার এলুড কিপচোগে। বিশ্বে এই প্রথম ম্যারাথন রানার হিসাবে ২ ঘণ্টারও কম সময়ে দৌড় শেষ করেছেন এই রানার। আইনোজ চ্যালেঞ্জে অস্ট্রিয়ার ভিয়েনায় এই কীর্তি করে দেখিয়েছেন কেনিয়ার এই বাসিন্দা। এই কীর্তি সরকারি ভাবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের অব অ্যাথলিটিক্স ফেডেরেশনের স্বীকতি না পেলেও, এই প্রথম এই রেকর্ড গড়েছেন কেনিয়ার এই রানার।
অস্ট্রিয়ার এই ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ও ৪০ সেকেন্ডে ফুট ম্যারাথন শেষ করেন এলুড। তবে এর আগেও বার্লিনের মাটিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই রানার। ২০১৬ সালে ২ ঘণ্টা ১মিনিট ৩৯ সেকেন্ডে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ফের তিন বছর পর এই রেকর্ড গড়লেন কেনিয়ার এই রানার। ৪২.১৯৫ কিলোমিটারের এই ম্যারাথনে দুরন্ত ভাবে নিজের গতির প্রকাশ করেন এলুড।
আরও পড়ুন, সেমিফাইনালে হার, বিশ্ব চ্যাম্পিনশিপে স্বপ্নভঙ্গ মেরি কমের
এই রেকর্ড গড়ে উচ্ছ্বাসে ফেটে পরেন কেনিয়ার এই অ্যাথলিট। তিনি বলেন, আমি এই রেকর্ড গড়তে পেরে সত্যিই খুব আনন্দে আছি। এমন একটা রেকর্ড ভাঙতে পেরে ভালো লাগছে। তবে আমি আরও বেশি খুশি হব যদি এই রেকর্ড ফের কেউ একজন ভাঙতে পারে।