সংক্ষিপ্ত

গত এক দশকে ফ্রান্সের জাতীয় দলের হয়ে যাঁরা খেলেছেন, তাঁদের মধ্যে অন্যতম শিল্পী ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান। ফ্রান্সকে দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা আঁতোয়া গ্রিজম্যান। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন গ্রিজম্যান। তিনি বলেছেন, ‘আমার জীবনের এই অধ্যায় সমাপ্ত করার হৃদয় সময় স্মৃতিতে পূর্ণ হয়ে আছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে। ফ্রান্সের হয়ে ১০ বছর ধরে খেলার পর আমি অবসর ঘোষণা করছি। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আজ আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি।’

জাতীয় দলের হয়ে খেলে গর্বিত গ্রিজম্যান

২০১৪ সালে প্রথমবার ফ্রান্সের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান গ্রিজম্যান। ১৩৭ ম্যাচ খেলে তিনি ৪৪ গোল করেন। মাঝমাঠ থেকে খেলা তৈরির দায়িত্ব ছিল তাঁর উপর। সেই কাজ দারুণভাবে করে গিয়েছেন এই মিডফিল্ডার। অক্লান্তভাবে পরিশ্রম করে গিয়েছেন গ্রিজম্যান। দলকে আক্রমণের পাশাপাশি রক্ষণেও সাহায্য করেছেন তিনি। ফলে এই অ্যাটাকিং মিডফিল্ডারের অবসরে ফ্রান্সের জাতীয় দলে শূন্যতা তৈরি হতে চলেছে।

 

View post on Instagram
 

 

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স গ্রিজম্যানের

২০১৬ সালে প্রথমবার ইউরো কাপে খেলেন গ্রিজম্যান। সেই টুর্নামেন্টে তিনি ৬ গোল করে সর্বাধিক গোলদাতা হন। সেই ইউরো কাপ ফাইনালে পর্তুগালের কাছে হেরে যায় ফ্রান্স। তবে ২০১৮ সালে ফ্রান্সকে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন গ্রিজম্যান। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে ৪-২ জয় পায় ফ্রান্স। ম্যাচের সেরা হন গ্রিজম্যান। ২০২২ সালেও বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। সেবার অবশ্য টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যান গ্রিজম্যানরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলে কার্লেস কুয়াদ্রাত যুগের অবসান, সিনিয়র দলে উত্থান বিনো জর্জের

হারের ভয়ে ইরান-আজারবাইজানে খেলতে যাচ্ছে না মোহনবাগান, ব্যঙ্গ ট্রাক্টর এফসি-র

জাতীয় দলের পর দেশের সেরা লিগেও সর্বাধিক গোল, অনন্য উচ্চতায় সুনীল ছেত্রী