- Home
- Sports
- Football
- ACL 2: গোল মিসের বন্যা! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করল মোহনবাগান
ACL 2: গোল মিসের বন্যা! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করল মোহনবাগান
না, এই ম্যাচে কোনও গোল খায়নি সবুজ মেরুন ব্রিগেড। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League 2) প্রথম ম্যাচে রভশন এফসির (FC Ravshan Kulob) বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান (Mohun Bagan)।
18

Image Credit : MEDIA TEAM
ডুরান্ড ফাইনালে হার এবং আইএসএল-এর প্রথম ম্যাচে ড্র
তারপর এসিএল ২ অভিযানে নামে সবুজ মেরুন ব্রিগেড।
28
Image Credit : MEDIA TEAM
বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়
মোহনবাগান বনাম রভশন এফসি।
38
Image Credit : MEDIA TEAM
তবে রভশনের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান
একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দরজা খুলতে পারলেন না শুভাশিসরা। পেত্রাতোস থেকে কামিংস, একাধিক গোল মিসের বন্যা।
48
Image Credit : MEDIA TEAM
বারবার রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছিল
তবে এদিনের ম্যাচে রক্ষণকে বেশ জমাট দেখাল।
58
Image Credit : social media
গোল না পেলেও দলের খেলায় খুশি মোলিনা
তিনি বললেন, “ছেলেরা চেষ্টা করেছে, ভালো খেলেছে।”
68
Image Credit : SOCIAL MEDIA
আর কী জানালেন তিনি?
মোলিনার কথায়, “আমরা আজ ক্লিনশিট রাখতে পেরেছি। আসতে আসতে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে।”
78
Image Credit : SOCIAL MEDIA
এবার দলের ফোকাসে নর্থ ইস্ট ইউনাইটেড
হেডকোচ বললেন, “এবার আমাদের সামনে আইএসএল-এর ম্যাচ। সেদিকে নজর দিতে চাই।”
88
Image Credit : SOCIAL MEDIA
উল্লেখ্য, ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের কাছে পরাজিত হয় বাগান শিবির
এবার তাদের বিরুদ্ধে আইএসএলে নামতে চলেছে মোহনবাগান।
Latest Videos