Sub Junior Football Championship 2025: বাংলা দলের কোচ গৌতম ঘোষ এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন।

Sub Junior Football Championship 2025: বঙ্গ ফুটবলের সোনালী দিন। জয়জয়কার বাংলার (sub junior football championship 2025)। ১০ বছর পর, সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেরার খেতাব ছিনিয়ে নিল বাংলার ছেলেরা (sub junior national football bengal)। 

সেরার খেতাব ছিনিয়ে নিল বাংলা

পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে, ফাইনাল ম্যাচে বাংলা ৩-০ গোলে পরাজিত করল দিল্লীকে। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফুটবল উপহার দেন সাগ্নিক কুণ্ডু। তিনি ফাইনালেও গোল করেন। সঙ্গে হ্যাটট্রিকও রয়েছে তাঁর নামের পাশে। 

বাংলা দলের কোচ গৌতম ঘোষ এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন। সন্তোষ ট্রফিতে সাফল্য দিয়ে বছর শুরু করে বাংলা। আর চলতি বছরের শেষদিকে এসে সাব জুনিয়র জাতীয় ফুটবলেও চ্যাম্পিয়নের খেতাব পেল সেই বাংলাই। 

ফুটবলে দেশের অন্যতম সেরা শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। সবমিলিয়ে, মোট ১৪ বার সাব-জুনিয়র প্রতিযোগিতার শিরোপা জিতল বাংলা। প্রসঙ্গত, এই নজির কিন্তু আর কোনও রাজ্যের নেই।

এদিকে ফাইনালে ওঠার আগে, গ্রুপ পর্বের খেলায় বাংলা ৩-০ গোলে হারিয়েছে কর্ণাটককে, ৪-০ গোলে আসাম এবং ৪-০ উত্তরপ্রদেশকে হারিয়েছে। এরপর সেমিফাইনালের লড়াইতে পিছিয়ে পড়েও ফের খেলায় ফিরে আসে তারা। মণিপুরকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে বাংলা। 

হ্যাটট্রিকটিও করে ফেলেন সাগ্নিক কুণ্ডু

এবার সেই ফাইনালেও জয়। ম্যাচের ১২ মিনিটে, প্রথম গোল করেন সাগ্নিক কুণ্ডু। এরপর খেলার ৭৮ মিনিটেম দ্বিতীয় গোলতে আসে সেই সাগ্নিকের পা থেকেই। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের অতিরিক্ত সময়ে, হেড করে দলকে তৃতীয় গোলটি এনে দিন তিনি এবং সেইসঙ্গে, নিজের হ্যাটট্রিকটিও করে ফেলেন সাগ্নিক কুণ্ডু। 

শেষপর্যন্ত, বাংলা ৩-০ গোলে দিল্লীকে হারিয়ে সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেরার খেতাব ছিনিয়ে নিল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।