সংক্ষিপ্ত

ফের আটকে গেল মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা লিগে (Calcutta League) আবার পয়েন্ট নষ্ট করল তারা। মঙ্গলবার, কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা পুলিশ বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচ ড্র হল ১-১ গোলে।

ফের আটকে গেল মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা লিগে (Calcutta League) আবার পয়েন্ট নষ্ট করল তারা। মঙ্গলবার, কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা পুলিশ বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচ ড্র হল ১-১ গোলে।

আর এর ফলে, কলকাতা লিগ জয়ের সম্ভাবনা অনেকটাই কমে গেল ডেগি কার্ডোজ়োর দলের। শুধু তাই নয়, দুটি পেনাল্টিও নষ্ট করেছে তারা। সবথেকে বড় বিষয়, একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান।

যদিও শুরু থেকেই ম্যাচের দখল নেয় তারা। কিন্তু সুযোগ তৈরি করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। পুলিশের রক্ষণভাগের খেলোয়াড়রা সতর্ক ছিলেন। তাই গোলের দরজা কিছুতেই খুলতে পারছিল না মোহনবাগান।

মাত্র ৯ মিনিটেই, এগিয়ে যেতে পারত তারা। সহজ সুযোগ নষ্ট করেন এংসন সিং। তবে আক্রমণ থামায়নি মোহনবাগান। অনবরত অ্যাটাক তুলে আনছিল সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে, খেলার ১৮ মিনিটে সুহেইলও একটি সুযোগ মিস করেন।

এদিকে গত ম্যাচে পিয়ারলেসের (Peerless) বিরুদ্ধে জয়ে ফিরলেও সুপার সিক্সে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত তাদের। কিন্তু জয় তো এলোই না, বরং ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।

যদিও খেলার প্রথম গোলটি আসে মোহনবাগানের তরফ থেকেই। ম্যাচের ৪০ মিনিটে, সুহেইল ভাটের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এমনকি, দুটি পেনাল্টিও মোহনবাগান। কিন্তু কোনওটিই কাজে লাগাতে পারেনি তারা। ভূরিভুরি সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ-মেরুনকে।

অপরদিকে ম্যাচের ৫৫ মিনিটে, সমতা ফেরায় কলকাতা পুলিশ। গোল করে সমতা ফেরান রবি দাস। তারপরেও একাধিক সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে, ম্যাচ শেষ হয় ১-১ গোলেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।