সংক্ষিপ্ত
কলকাতা লিগের (Calcutta Football League 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ফুটবল দল। সেই ম্যাচ গোলশূন্য অবস্থাতেই শেষ হল।
কলকাতা লিগের (Calcutta Football League 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ফুটবল দল (East Bengal vs Calcutta Customs Club)। সেই ম্যাচ গোলশূন্য অবস্থাতেই শেষ হল।
প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।
গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।
অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী।
সেই গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচেই মঙ্গলবার দুপুর ৩টেয়, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ফুটবল দল। সেই ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থাতেই। বলা যেতে পারে, ডার্বি জয়ের পর আটকে গেল লাল হলুদ।
সুযোগ একদম আসেনি, বলা যাবে না। একাধিক সুযোগ পেলেও, তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন লাল হলুদ হেডস্যার বিনো জর্জ (Bino George)।
তবে লাল হলুদের প্রথম একাদশে অনেক বদল আসে এই ম্যাচে। কার্ড সমস্যায় এদিন খেলতে পারেননি জাস্টিন। গোলকিপার হিসেবে ফেরেন আদিত্য পাত্র। অন্যদিকে, চোটের জন্য ইস্টবেঙ্গল দলে ছিলেন না মহম্মদ রোশল।
যদিও শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৫ মিনিটে, বাঁদিক থেকে হীরা মণ্ডল এবং জেসিন জুটি দুরন্ত একটি আক্রমণ তুলে আনেন। যদিও সেই আক্রমণ থেকে গোল হয়নি। সেইসঙ্গে, নাসিব বেশকয়েকটি ভালো অ্যাটাক করেন।
অন্যদিকে, মনতোষ চাকলাদারও ভালো ফুটবল উপহার দেন। তবে কাস্টমসও পাল্টা আক্রমণ তুলে আনে একাধিকবার। তাদের কাউন্টার অ্যাটাক বাঁচাতে গিয়ে হলুদ কার্ড দেখতে হয় ইস্টবেঙ্গলের সঞ্জীবকে। এদিকে রবি হাঁসদার ফ্রিকিক একটুর জন্য গোলের পাশ দিয়ে বেরিয়ে যায়। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে, গোলের সুযোগ চলে কাস্টমসের সামনে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। রণজয়ের শট কার্যত থামিয়ে দেয় ইস্টবেঙ্গল ডিফেন্স। এরপর আর কোনওপক্ষই গোল করতে পারেনি এই ম্যাচে।
শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় ০-০ ফলাফল নিয়ে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।