সংক্ষিপ্ত
দলের যাবতীয় সমস্যা মিটিয়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাদ দিয়েছিলেন। কিন্তু তারপরেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সাফল্য এনে দিতে পারছেন না এরিক টেন হ্যাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৩ হারের পর ইংলিশ লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের কাছেও ০-৩ হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টানা ব্যর্থতায় ক্ষুব্ধ সদস্য-সমর্থকরা। মালিক গ্লেজার পরিবার, প্রধান কোচ এরিক টেন হ্যাগ সমর্থকদের রোষের মুখে। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে ক্লাবের মালিক গোষ্ঠী, কোচের বিরুদ্ধে স্লোগান শোনা গিয়েছে। তবে পরপর হারেও দমতে নারাজ টেন হ্যাগ। তাঁর দাবি, তিনি লড়াকু। দলের ব্যর্থতার দায় নিচ্ছেন ম্যান ইউ বস। তিনি লড়াই করে দলকে সাফল্যের পথে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
'লড়াকু' এরিক টেন হ্যাগ
নিউক্যাসলের কাছে হারের পর টেন হ্যাগ বলেছেন, ‘আমি একজন লড়াকু ব্যক্তি। আমি জানি, সবসময় সাফল্য পাওয়া যায় না। এই মরসুমে আমাদের অনেকবার ধাক্কা খেতে হয়েছে। তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তবে আমি কোনও অজুহাত দিচ্ছি না। আমি এর আগেও সেটা বলেছি। আমি জানি, যখন ব্যর্থতার জেরে ধাক্কা খেতে হয়, তখনও ভালো ফল পাওয়া দরকার। কিন্তু পরপর ২ ম্যাচে আমরা সেই ফল পাইনি। আমাদের নির্দিষ্ট মানের পারফরম্যান্স দেখাতে হবে। ম্যাচ জয়ই ন্যূনতম মান।’
সমালোচনায় গুরুত্ব দিচ্ছেন না ম্যান ইউ বস
সমর্থক ও সংবাদমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে টেন হ্যাগ বলেছেন, ‘সাফল্য না পেলে সমালোচনা হবেই। সেটা আমি জানি। যাঁরা আমাদের সমালোচনা করছেন তাঁদের কথায় যুক্তি আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে দল ঘুরে দাঁড়াতে পারবে। আমি এখনও পর্যন্ত যে কয়েকটি ক্লাবে কোচিং করিয়েছি, সব ক্লাবকেই সাফল্য এনে দিতে পেরেছি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে আমরা এখন খারাপ জায়গায়। আমি তার দায় নিচ্ছি। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আমি লড়াই করতে তৈরি। আমি খেলোয়াড়দের সঙ্গে নিয়ে লড়াই করব। আশা করি আমরা সবাই একসঙ্গে মিলে লড়াই করে সাফল্য পাব বলে আশা করছি।’
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: লিওনেল মেসির সাফল্য ঈর্ষায় জ্বলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি