সংক্ষিপ্ত
ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবেন সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। সার্জিও লোবেরা হাতছাড়া হওয়ার পর লাল-হলুদ সমর্থকদের উদ্বেগ বেড়ে গিয়েছিল। শেষপর্যন্ত জল্পনা থামল।
২০২০-২১ মরসুমে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব ছেড়েছিলেন। ২ বছর পর ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ভারতে ফিরলেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। লাল-হলুদের প্রধান কোচ হওয়ার পর তিনি বলেছেন, ‘আগামী ২ বছরের জন্য ইস্টবেঙ্গলের প্রধান কোচ নিযুক্ত হওয়ায় আমি খুব খুশি। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস অসাধারণ। ভারতীয় ফুটবলে অনেক ট্রফি জিতেছে এই ক্লাব। এই ক্লাব আমাকে ভবিষ্যতে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ভারতে ফিরতে পেরে আমি খুশি। আমি এই দেশকে ভালোবাসি। এই দেশে আমার অনেক আনন্দের মুহূর্ত আছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব আমি। আশা করি লাল-হলুদ সমর্থকরা গ্যালারি ভরিয়ে তুলবেন।’
কুয়াদ্রাতকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করা প্রসঙ্গে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা ইমামির কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, 'আমরা কুয়াদ্রাতকে কোচ হিসেবে নিয়োগ করতে পেরে খুশি। আমাদের আশা, ভারতীয় ফুটবলে তাঁর বিশাল অভিজ্ঞতা ও প্রশংসনীয় ট্র্যাক রেকর্ড আমাদের শক্তিশালী দল গড়ে তুলতে সাহায্য করবে। আমরা ভারতীয় ফুটবলে নতুন উচ্চতায় পৌঁছতে চাই। গত মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে স্টিফেন কনস্টানটাইন যে কাজ করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।'
২০২০-২১ মরসুমে বেঙ্গালুরু এফসি ছাড়ার পর সাইপ্রাসের ক্লাব এরিস লিমাসলে সহকারী কোচ হিসেবে যোগ দেন কুয়াদ্রাত। সেই ক্লাব সাইপ্রাসের প্রথম ডিভিশন লিগে উঠে আসার পর প্লে-অফেও পৌঁছে যায়। এরপর ডেনমার্কের সুপার লিগের ক্লাব এফসি মিডটিল্যান্ডে সহকারী কোচ হিসেবে যোগ দেন কুয়াদ্রাত। সেখান থেকেই তিনি কলকাতায় আসছেন।
স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায় ফুটবল প্রশিক্ষণ নেওয়া শুরু হয় কুয়াদ্রাতের। ১৯৭৮ থেকে ১৯৮৮ পর্যন্ত বার্সেলোনার যুব দলের হয়ে খেলেন এই ডিফেন্ডার। ১৯৮৬ ও ১৯৮৭ সালে বার্সেলোনা যুব দলের হয়ে অনূর্ধ্ব-১৯ স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন হন কুয়াদ্রাত। ১৯৮৮ সালে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ২টি প্রদর্শনী ম্যাচ খেলেন কুয়াদ্রাত। তিনি ১৯৮৫ সালে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে স্পেনের দলে ছিলেন।
মঙ্গলবার ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে কুয়াদ্রাতের নাম ঘোষণার আগেই সরকারিভাবে কনস্টানটাইনকে বিদায় জানানো হয়। ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, ‘গত মরসুমে যে কাজ করেছেন, তার জন্য আমরা কোচ স্টিফেন কনস্টানটাইনকে ধন্যবাদ জানাতে চাই। আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। লাল-হলুদ পরিবারের পক্ষ থেকে আমরা তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
আরও পড়ুন-
স্টিফেন কনস্টানটাইনের বিদায়, ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত
অবশেষে ডার্বি জয়, ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানকে ২-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান