এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পারসেপোলিসের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে পৌঁছেছে সৌদি আরবের আল নাসের ক্লাব। এখন অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আল নাসের প্রায় সমার্থক হয়ে গিয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পারসেপোলিসের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে পৌঁছেছে সৌদি আরবের আল নাসের ক্লাব। এখন অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আল নাসের প্রায় সমার্থক হয়ে গিয়েছে। খবর প্রকাশ হতেই রোনাল্ডোকে এক ঝলক দেখতে কাতারে কাতারে মানুষ একত্রিত হন বিমানবন্দরে। তার পর শুরু হয় হইহই কাণ্ড!

আল নাসের টিম বাসের পিছনে ধাওয়া করতে শুরু করেন রোনাল্ডোর সমর্থকরা। এখ সময় তাঁরা পৌঁছে হোটেলেও। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন হোটেলের লবিতে। এত মানুষ এক সঙ্গে হোটেলে জড়ো হবেন তা নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারেননি। তাই ভিড় সামলাতে এবং রোনাল্ডোর নিরাপত্তা নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। আল নাসের ইরানে পৌঁছনোর পর থেকেই তেহরানের রাস্তায় উৎসবের পরিবেশ। বিমানবন্দর থেকে টিম বাস বার হওয়ার পর থেকেই বাসের পিছনে ছুটতে শুরু করেন অনুরাগীরা। রোনাল্ডোর এক ঝলক দেখার অপেক্ষায় তাঁরা। রাস্তায় ভিড় জমে যায়।

Scroll to load tweet…

এই ছবি অবশ্য রোনাল্ডোর জন্য নতুন কিছু নয়। এর আগে তিনি ইউরোপে খেলাকালীন তাঁকে বহু দেশে উন্মাদনার এমন ছবি দেখা গিয়েছে। কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছলেও তাঁর ভক্তের সংখ্যায় ভাটা পড়েনি। এখন অবশ্য ই ছবি দেখছে এশিয়ার বিভিন্ন দেশ। ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ার ফুটবলে এসেছেন রোনাল্ডো। তাঁর মানের ফুটবলারকে প্রথম বার দেখছেন এশিয়ার ফুটবল ভক্তেরা। সেই কারণে উন্মাদনা আরও বেশি। এই প্রথম বার ইরানে গিয়েছেন রোনাল্ডো।

অনেকে আশা করছেন রোনাল্ডোর পাশে হয়তো অদূর ভবিষ্যতে লিও মেসিকেও দেখা যাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের ক্লাবও খেলে। হয়তো কোনও এক সময় মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সঙ্গে আল নাসেরের খেলা পড়তে পারে। ফিরতি লিগে রোনাল্ডোকে দেখার সম্ভাবনা থাকতে ভারতেও।