Mohun Bagan Durand Cup 2025: সবুজ মেরুন মানেই যেন জয়। চলতি ডুরান্ড কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। 

Mohun Bagan Durand Cup 2025: ডুরান্ড কাপ অভিযান দারুণভাবেই এগিয়ে চলেছে মোহনবাগানের। এবার বিএসএফ-এর বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড (mohun bagan vs bsf durand cup highlights)। 

সোমবার সন্ধ্যায়, কিশোরভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম বিএসএফ

সেই ম্যাচেই চার গোলে জয় মোহনবাগানের (durand cup 2025 live)। প্রথম ম্যাচে মহামেডান বধ এবং এবার বিএসএফ-এর বিরুদ্ধে জয়। এই ম্যাচেও লিস্টন কোলাসো দুর্দান্ত ফুটবল উপহার দিলেন এবং জোড়া গোল উপহার দিলেন। প্রথম ম্যাচেও দুটি গোল করেছিলেন এবং এই ম্যাচেও তাই। মোহনবাগান এই ম্যাচে ৪-০ গোলে জয় পেল। অন্যদিকে, সবুজ মেরুনের হয়ে একটি করে গোল করেন মনবীর সিং এবং সাহাল আবদুল সামাদ।

Scroll to load tweet…

ইতিমধ্যেই কলকাতায় এসে গেছেন মোহনবাগানের হেডকোচ জোসে মোলিনা। তাই এদিন সহকারী কোঁচ বাস্তব রায়ের সঙ্গে বেঞ্চে বসলেন তিনিও। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান শুরু থেকেই ঝড় তুলতে শুরু করে। অন্যদিকে, টম অ্যালড্রেডকে এই ম্যাচে শুরু থেকেই খেলানো হয়। তবে মোহনবাগানকে আটকাতে গিয়ে গোটা বিএসএফ দল কার্যত, ডিফেন্স সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর সেই সুযোগেই চলে এল প্রথম গোল। 

রোশানের ঠিকানা লেখা ক্রস থেকে গোল করে যান মনবীর সিং এবং সবুজ মেরুন ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। সবথেকে বড় বিষয়, মোহনবাগানের তরুণ ফুটবলার রোশান এদিন প্রচুর ওয়ার্কলোড নেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই। 

দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিস্টন জাদু 

Scroll to load tweet…

এমনিতেই গোটা ম্যাচে, উইং দিয়ে একাধিক আক্রমণ তুলে আনছিল মোহনবাগানে। এবার ম্যাচের ৫৩ মিনিটে, বাঁদিকের উইং ব্যবহার করে গতি বাড়িয়ে এবং ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন লিস্টন কোলাসো। এরপর সাহাল আবদুল সামাদের থেকে ফিরতি বল পেয়ে ফের দুজনকে পরাস্ত করে জোরালো শটে গোল করে যান লিস্টন। তবে সেখানেই শেষ নয়। 

খেলার ৫৮ মিনিটে, ফের তাঁর পা থেকে আসে গোল। ম্যাচের ফলাফল তখন ৩-০। তবে তারপরেও নাটক বাকি ছিল। ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই গোল করলেন সাহাল। তবে তাঁর শট গোললাইন থেকে বিএসএফ-এর একজন রক্ষণভাগের খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করলেও, রেফারি গোলের নির্দেশ দেন। কারণ, এক্ষেত্রে বল গোললাইন অতিক্রম করার পর তিনি হেডটি করেছিলেন।

শেষপর্যন্ত, মোহনবাগান জয় পায় ৪-০ গোলে। নিঃসন্দেহে বড় ব্যাবধানে জয়। আর এই জয়ের সুবাদে, মোহনবাগানের দুই ম্যাচে ছয় পয়েন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।