Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপে ফুটবলের সঙ্গে রাজনীতি জড়িয়ে গিয়েছে। গ্যালারিতে যেমন রাজনৈতিক বিষয়ক টিফো, ব্যানার দেখা যাচ্ছে, তেমনই ডায়মন্ড হারবার এফসি-কে (Diamond Harbour FC) কেন্দ্র করেও রাজনীতি চলছে।
KNOW
Diamond Harbour FC: বরবারই মোহনবাগান (Mohun Bagan) সমর্থক হিসেবে পরিচিত। ক্লাবের সহ-সভাপতি পদেও আছেন। তবে বুধবার ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) সমর্থক কুণাল ঘোষ। রাজ্যের শাসক দলের এই প্রভাবশালী নেতা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'আজ আমি ডায়মন্ডহারবারের সমর্থক। বিজয়ী ভব।' অনেকেই কুণালের এই পোস্টে নানা মন্তব্য করছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা এই শাসক নেতাকে কটাক্ষ করছেন। অন্যদিকে, অনেক মোহনবাগান সমর্থকই কুণালের মতোই বুধবারের ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র জয় চাইছেন। কারণ, কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। সেই কারণেই আরও ডায়মন্ড হারবারের জয় চাইছে সবুজ-মেরুন শিবির।
সর্বভারতীয় ফুটবলে উত্থান ডায়মন্ড হারবার এফসি-র
বাংলার ফুটবলে আবির্ভাবেই সাড়া ফেলে দেয় ডায়মন্ড হারবার এফসি। গত মরসুমে কলকাতা লিগে এই দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখা যায়। এরপর আই লিগেও (I-League) ভালো পারফরম্যান্স দেখায় এই ক্লাব। এবারই প্রথম তারা ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়েছে। প্রথমবারেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। কোয়ার্টার ফাইনালে তারা জামশেদপুরে (Jamshedpur) গিয়ে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) হারিয়ে দিয়েছে। ফলে ডায়মন্ড হারবার এফসি-কে খাটো করে দেখলে ভুল করবে ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি জয়ের পর আত্মতুষ্টি আসতেই পারে। সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে ডায়মন্ড হারবার এফসি।
১৫ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হবে?
২০১০ সালের ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club)। সেই ম্যাচে একমাত্র গোল করেছিলেন মহম্মদ রফিক। সেবার ইউনাইটেড স্পোর্টসই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এবার সেরকমই কিছু করে দেখানোর লক্ষ্য ডায়মন্ড হারবার এফসি। ফলে বুধবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। খাতায়-কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, অন্যরকম ফল হতেই পারে। ৯০ মিনিটের লড়াইয়ের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


