East Bengal CFL 2025: পুলিশ এসি-র কাছে হেরে তারা কিছুটা বেসামাল। তবে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। 

East Bengal CFL 2025: কলকাতা ডার্বি এবং বেহালা এসএস-এর বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ম্যাচ জয়। কিন্তু পুলিশ এসি-র কাছে হেরে তারা কিছুটা বেসামাল। তবে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল।

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কি যেতে পারবে লাল হলুদ ব্রিগেড? 

শুক্রবার, কালীঘাটের বিরুদ্ধে নামছে তারা। এক্ষেত্রে দলের সিনিয়র ফুটবলারদের উপর বাড়তি ভরসা রাখছেন কোচ বিনো জর্জ। এমনিতেই চোটের জন্য মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার এবং জেসিন টিকে মাঠের বাইরে আছেন। তাছাড়া কার্ড সমস্যার জন্য এই ম্যাচে মাঠে নামতে পারবেন না ডেভিড এবং প্রভাত লাকড়া। পুলিশের বিরুদ্ধে একেবারেই ভালো খেলতে পারেননি রামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়া। 

এমতাবস্থায় সিনিয়র দলের তিনজন ফুটবলার শুক্রবার, নৈহাটিতে মাঠে নামতে পারেন। দেবজিৎ মজুমদার এবং এডমুন্ড লালরিনডিকা ডার্বিতে ইতিমধ্যেই খেলেছেন।এবার কালীঘাটের বিরুদ্ধে তাদের সঙ্গে প্রথম একাদশে শৌভিক চক্রবর্তীও খেলতে পারেন। 

কারা কারা প্রথম একাদশে থাকতে পারেন?

শুক্রবারের ম্যাচে, দেবজিৎ ছাড়াও সুমন দে, জোসেফ জাস্টিন, চাকু মাণ্ডি, বিক্রম প্রধান, শৌভিক চক্রবর্তী, তন্ময় দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং এডমুন্ড দলে থাকতে পারেন। সেইসঙ্গে, মহম্মদ আশিক এস এবং ভনলালপেকা গুইতেও সুযোগ পেতে পারেন। 

ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোঁচ জানিয়েছেন “ছেলেরা একটু চাপে আছে শেষ ম্যাচটি হেরে। আমি ওদের এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছি। আমাদের নৈহাটিতে খেলা। আর এই মাঠটা বড়। সেটা আমাদের কিছুটা সাহায্য করবে। সিনিয়র দলের কয়েকজন প্র্যাকটিস করেছে দলের সঙ্গে। ওদের খেলানোর বিষয়টি হেড কোচের সঙ্গে কথা বলে আমরা ঠিক করব।” 

এই মুহূর্তে সাতটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১। আপাতত তার গ্রুপ টেবিলে চার নম্বরে রয়েছে। ফলে, কালীঘাটের বিরুদ্ধে দলে পরিবর্তন আসছে। এক্ষেত্রে দলের সিনিয়র ফুটবলারদের উপর বাড়তি ভরসা রাখতে চাইছেন বিনো জর্জ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।