- Home
- Sports
- Football
- East Bengal: অপারেশন সাকসেসফুল! ইস্টবেঙ্গলকে সারিয়ে তুলে 'ডাক্তার' অস্কার কী বলছেন?
East Bengal: অপারেশন সাকসেসফুল! ইস্টবেঙ্গলকে সারিয়ে তুলে 'ডাক্তার' অস্কার কী বলছেন?
লড়াইতে ফিরল লাল হলুদ। জয়ে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)।
| Published : Nov 02 2024, 03:59 PM IST
- FB
- TW
- Linkdin
একের পর এক হারে কার্যত বিধ্বস্ত হয়ে গেছিল লাল হলুদ ব্রিগেড
পরপর দুটো জয়, যেন দলের ভিতরে অক্সিজেন এনে দিল।
এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) প্রথমে জয় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
সেই ম্যাচে ৪-০ গোলে জেতে ইস্টবেঙ্গল।
এরপর নেজমেহ এফসি
সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে জয় তুলে নেয় অস্কার ব্রুজোর ছেলেরা।
আইএসএল-এ (ISL) একের পর এক হার যেন কোণঠাসা করে দিয়েছিল গোটা দলকে
কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।
আর তার পিছনে অন্যতম বড় অবদান নয়া কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)
দলের হাল ধরেই যেন পুরো অ্যাকশন মোডে হেডস্যার।
কী বলছেন তিনি?
অস্কারের কথায়, “দেশের লিগে আমরা একদমই ভালো অবস্থায় নেই। আশা করছি যে, বিদেশের মাটিতে এই সাফল্য ঘরোয়া ফুটবলেও আমাদের ভালো খেলতে অনেকটাই সাহায্য করবে।”
তিনি আরও যোগ করেছেন,
“এই ধরনের প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে যে ধরনের পারফরম্যান্স দরকার, আমাদের ছেলেরা সেটাই করে দেখিয়েছে।”
অস্কার বলছেন, “টানা ৯০ মিনিট ধরে দুর্দান্ত ফুটবল খেলেছে ছেলেরা।”
এই সাফল্যর জন্য তিনি দলের ফুটবলারদের ধন্যবাদও জানিয়েছেন।
সেইসঙ্গে, হেডকোচের মতে,
“ইস্টবেঙ্গলের প্রত্যেকটি সমর্থক এবং ক্লাব কর্তাদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই আজ আমরা ভীষণ খুশি।”
সবমিলিয়ে, ফর্মে ফিরছে ইস্টবেঙ্গল
অস্কারের হাত ধরে খুলছে নয়া দিগন্ত?