East Bengal: দেশের এক নম্বর লিগ আইএসএল শুরু হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই চিঠিতে লেখা হয়েছে, আইএসএল-এর ভবিষ্যৎ এখনও নিশ্চিত না হওয়ায় ফুটবলার, ক্লাব কর্তা এবং সমর্থকরাও রীতিমতো হতাশ। 

East Bengal: ভারতীয় ফুটবলে অচলাবস্থা কাটবে কবে? আইএসএল কি আদৌ হবে? নিশ্চয়তা নেই এখনও (east bengal update news)। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদের তরফ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে (east bengal news today live)। 

প্রধানমন্ত্রীকে চিঠি দিল ইস্টবেঙ্গল

দেশের এক নম্বর লিগ আইএসএল শুরু হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই চিঠিতে লেখা হয়েছে, আইএসএল-এর ভবিষ্যৎ এখনও নিশ্চিত না হওয়ায় ফুটবলার, ক্লাব কর্তা এবং সমর্থকরাও রীতিমতো হতাশ। 

ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া এই চিঠিটি প্রধানমন্ত্রীকে লিখেছেন। সেখানে লেখা হয়েছে, দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। তাই খুব দ্রত সমাধান প্রয়োজন।

উল্লেখ্য, সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও ছ’ধাপ নেমে গিয়ে ১৪২ নম্বরে রয়েছে ভারত। সেই কথাও লেখা হয়েছে এই চিঠিতে। ১৯৫১ এবং ১৯৬২ সালের এশিয়ান গেমসে যে দেশ সোনা জিতেছিল, সেই দেশের এইরকম নক্কারজনক ফুটবলের হাল একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী যদি দ্রুত কোনও সমাধান খুঁজে বের না করেন, তাহলে দেশের ফুটবল আরও তলানিতে চলে যাবে। 

নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে লাল হলুদ

সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যে, আইএসএল-এর স্পনসর পাওয়ার বিষয়ে তিনি যেন বাড়তি নজর দেন। এই প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে শেষ করা যায়, সেইজন্য নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে লাল হলুদ। 

এমনকি, এও বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীর উপর পুরো বিশ্বাস রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের। যেভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেইভাবেই দেশের ফুটবলের উন্নতির দিকেও তিনি যেন নজর দেন, সেই অনুরোধও জানিয়েছে ইস্টবেঙ্গল। 

ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া এই চিঠিটি প্রধানমন্ত্রীকে লিখেছেন। সেখানে লেখা হয়েছে, দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। তাই খুব দ্রত সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।