East Bengal vs Bam Khatoon: কোচ অ্যান্থনি অ্যান্ড্রেজের দল সোমবার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে। চিনের উহানে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামে লাল হলুদ ব্রিগেড।
East Bengal vs Bam Khatoon: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল ইস্টবেঙ্গল (east bengal vs bam khatoon)।বলা চলে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের শুরুটা দুর্দান্ত করল ইস্টবেঙ্গলের মেয়েরা। ইরানের ক্লাব বাম খাতুন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল তারা (afc women's champions league)।
বাম খাতুনের রক্ষণের উপর আরও চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল
কোচ অ্যান্থনি অ্যান্ড্রেজের দল সোমবার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে। চিনের উহানে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৪ মিনিটে, শিলকির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সেই গোল পাওয়ার পর, বাম খাতুনের রক্ষণের উপর আরও চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল।
তবে খেলার ১৪ মিনিটে, একটি সহজ সুযোগ নষ্ট করেন সৌম্যা। নাহলে গোল এসে যেতে পারত। তাঁর শট অল্পের জন্য বাইরে যায়। তবে পাল্টা আক্রমণ তুলে আনে ইরানের ক্লাবটিও। খেলার ২০ মিনিটে, প্রায় গোলের কাছে পৌঁছে যায় তারা। কিন্তু এক্ষেত্রে সতর্ক ছিল ইস্টবেঙ্গল রক্ষণভাগ। তবে ম্যাচের ২৮ মিনিটে, আরও একটি সুযোগ নষ্ট করেন সৌম্যা।
৩-১ গোলে জয় মশাল বাহিনীর
তবে অ্যাটাক থেমে থাকেনি। ম্যাচের ৪ মিনিট পরেই, ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান ফাজ়িলা। তবে প্রথমার্ধের একদম শেষে, পেনাল্টি থেকে গোল করে বাম খাতুন এফসির হয়ে ব্যবধান কমান মোনা হামুদি। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে।
দ্বিতীয়ার্ধেও একই মোমেন্টাম নিয়ে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। খেলার ৪৭ মিনিটে, আবারও সুযোগ আসে ইস্টবেঙ্গলের সামনে।তবে গোল হয়নি। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে, ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন রেস্টি নানজ়িরি। আর সেই সুবাদেই সোমবার, চিনের উহানে অনুষ্ঠিত এএফসি উইমেন'স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের শুরুটা দুর্দান্ত করল লাল হলুদ ব্রিগেড। ইরানের ক্লাব বাম খাতুন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় মশাল বাহিনীর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
