East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলে আর নেই ক্লেইটন (Cleiton Silva)। কিন্তু তাঁর পরিবর্তে কে?

East Bengal Transfer Update: নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে লাল হলুদ ব্রিগেড। তার মধ্যে আবার সুপার কাপ (Super Cup 2025) শুরু হচ্ছে। কিন্তু ঠিক তার আগে, অনুশীলনের মাঝেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দলের সিনিয়র ফুটবলার ক্লেইটন সিলভা। যদিও গত মরশুমে তাঁর পারফরম্যান্স আহামরি কিছুই ছিল না। যাই হোক, এই বাকবিতণ্ডার ঘটনা নববর্ষের দিন সকালেও ঘটে (East Bengal Player Transfer)।

ঠিক তারপরেই ক্লাবের তরফ থেকে সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, ক্লেইটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল (East Bengal)। আর এখানেই প্রশ্ন উঠছে যে, তাহলে তাঁর বদলে কে আসছেন? আর ক্লেইটনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়াও হল খুব দ্রুত।

শোনা যাচ্ছে, রবসন রবিনহোকে (Robson Robinho) সই করাতে পারে লাল হলুদ ব্রিগেড। উল্লেখ্য, এর আগেও একবার রবসনকে নিয়ে রব উঠেছিল। কিন্তু সেইবার তাঁর লাল হলুদে সই করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (East Bengal Transfer Update)।

সূত্রের খবর, রবসন রবিনহো সই করতে পারেন ইস্টবেঙ্গলে। বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের (Basundhara Kings) হয়ে অনবদ্য পারফরম্যান্স রয়েছে তাঁর। আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো নিজেও একসময় এই দলের কোচ ছিলেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, হয়ত সেই রবিনহোই আসতে পারেন ইস্টবেঙ্গলে (East Bengal)।

কিন্তু এটাও ঠিক যে, এখনও কোনও সরকারি শিলমোহর পড়েনি বিষয়টিতে। অর্থাৎ, কোনও কিছুই এখনও চূড়ান্ত নয় (East Bengal Transfer News)।

এদিকে সুপার কাপ (Super Cup 2025 Schedule) নিয়ে পারদ চড়ছে ক্রমশই। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আর প্রথম দিনই মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (East Bengal Transfer rumours)।

আর ঠিক সেই আবহেই রবসনকে নিয়ে শুরু আলোচনা। শোনা যাচ্ছে, লাল হলুদ ব্রিগেডে আসতে পারেন রবসন রবিনহো। তাঁকে শেষ অবধি সই করানো হবে কিনা, সময় বলবে। আপাতত চূড়ান্ত নয় বিষয়টি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।