- Home
- Sports
- Football
- East Bengal: লাল হলুদ স্কোয়াডে আসছেন নতুন বিদেশি? জল্পনার মাঝেই এল বড় আপডেট, জানুন বিশদে
East Bengal: লাল হলুদ স্কোয়াডে আসছেন নতুন বিদেশি? জল্পনার মাঝেই এল বড় আপডেট, জানুন বিশদে
ভাসছে তাঁর নাম। সম্ভাবনার দোলাচলে নয়া বিদেশি রবসন রবিনহোর (Robson Robinho) নাম।
| Published : Nov 06 2024, 03:19 PM IST / Updated: Nov 06 2024, 06:54 PM IST
- FB
- TW
- Linkdin
আত্মবিশ্বাস ফিরেছে ইস্টবেঙ্গলের (East Bengal)
পরপর দুটি জয় যেন দলের মনোভাব অনেকটাই বদলে দিয়েছে।
আইএসএল-এ (ISL) লাগাতার হার
কিন্তু এএফসি-র (AFC) ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল হলুদ ব্রিগেড।
প্রথমে বসুন্ধরা এফসিকে ৪-০ গোলে হারিয়ে জয়
তারপর নেজমেহ এফসি-কে ৩-২ গোলে পরাজিত করে লড়াইতে ফিরেছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা।
আর এবার লাল হলুদের সামনে মহামেডান স্পোর্টিং
শনিবার, যুবভারতীতে মুখোমুখি কলকাতার (Kolkata) দুই প্রধান।
তবে তারই মাঝে চর্চায় এক নতুন বিদেশির নাম
তিনি হলেন রবসন রবিনহো (Robson Robinho)।
আসলে ক্লেইটনের ফর্ম নিয়েই বেশ কয়েকদিন ধরেই কাঁটাছেঁড়া চলছে
সূত্রের খবর, ইস্টবেঙ্গলের একটা অংশ চাইছে রবসনকে সই করাতে।
তবে এই এও শোনা যাচ্ছে যে, ম্যানেজমেন্ট চাইছে না এই মুহূর্তে বিদেশি বদল করতে
কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠনের অন্যতম মাথা বিভাস আগরওয়াল নিজের এক্স-হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।
আর এই পোস্টের পরেই শুরু হয়ে গেছে তুমুল জল্পনা
সূত্র মারফৎ জানা যাচ্ছে, রবসন রবিনহোর লাল হলুদে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে পুরো বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
তবে শেষ দুটি ম্যাচে ইস্টবেঙ্গলের টিম কম্বিনেশন নজ্র কেড়েছে সবার
বিশেষ করে লড়াকু মনোভাব।
আর হেডকোচ অস্কারের কথা বলতেই হয়
দলের খেলাতেও তিনি অনেকটা বদল এনেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।