- Home
- Sports
- Football
- East Bengal: ডিসেম্বরেই কি সই? নাকি অন্য কোনও সমস্যা! রবসনের ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট
East Bengal: ডিসেম্বরেই কি সই? নাকি অন্য কোনও সমস্যা! রবসনের ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট
| Published : Dec 02 2024, 05:31 PM IST
East Bengal: ডিসেম্বরেই কি সই? নাকি অন্য কোনও সমস্যা! রবসনের ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
এদিকে ইতিমধ্যেই আইএসএল-এর (ISL) প্রথম জয় পেয়ে গেছে ইস্টবেঙ্গল (East Bengal)
এবার তাদের লক্ষ্য, লিগে আরও ভালো জায়গায় পৌঁছানো।
210
তাছাড়া এর আগে এএফসি-র (AFC) ম্যাচেও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে গোটা দল
সূত্রের খবর, এবার তাদের লক্ষ্য দলে আরও এক নতুন ফুটবলারকে সই করানো।
310
তিনি হলেন ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো (Robson Robinho)
এমনিতেই, গত শনিবারই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বসুন্ধরা কিংসের।
410
এই বিষয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন রবসন
তিনি লিখেছেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার এবং যাদের সঙ্গে আমি কাজ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
510
স্বভাবতই, জল্পনা শুরু হয়ে গেছে
তাহলে কি লাল হলুদ ব্রিগেড তাঁকে ডিসেম্বরের শুরুতেই সই করিয়ে নেবে?
610
কারণ, ফ্রি প্লেয়ারকে সই করাতে সেইভাবে কোনও বাধা নেই
কিন্তু ইস্টবেঙ্গলকে একটি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
710
কী সেই সমস্যা?
যেহেতু রবসন রোবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে, তাই সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
810
অপেক্ষা আরও বাড়বে
সেক্ষেত্রে আগামী বছরের ১ জানুয়ারির আগে লাল-হলুদ জার্সিতে রবসনকে দেখার কোনও সম্ভাবনাই নেই।
910
তবে তাঁকে আদৌ সই করাবে কিনা ইস্টবেঙ্গল
তারও কোনও নিশ্চয়তা নেই।
1010
বাকিটা উত্তর দেবে সময়
Read more Articles on