- Home
- Sports
- Football
- East Bengal: ডিসেম্বরেই কি সই? নাকি অন্য কোনও সমস্যা! রবসনের ইঙ্গিতপূর্ণ Social Media পোস্ট
East Bengal: ডিসেম্বরেই কি সই? নাকি অন্য কোনও সমস্যা! রবসনের ইঙ্গিতপূর্ণ Social Media পোস্ট
- FB
- TW
- Linkdin
এদিকে ইতিমধ্যেই আইএসএল-এর (ISL) প্রথম জয় পেয়ে গেছে ইস্টবেঙ্গল (East Bengal)
এবার তাদের লক্ষ্য, লিগে আরও ভালো জায়গায় পৌঁছানো।
তাছাড়া এর আগে এএফসি-র (AFC) ম্যাচেও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে গোটা দল
সূত্রের খবর, এবার তাদের লক্ষ্য দলে আরও এক নতুন ফুটবলারকে সই করানো।
তিনি হলেন ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো (Robson Robinho)
এমনিতেই, গত শনিবারই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বসুন্ধরা কিংসের (Basundhara Kings)।
এই বিষয়ে একটি সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টও করেছেন রবসন
তিনি লিখেছেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার এবং যাদের সঙ্গে আমি কাজ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
স্বভাবতই, জল্পনা শুরু হয়ে গেছে
তাহলে কি লাল হলুদ ব্রিগেড তাঁকে ডিসেম্বরের (December) শুরুতেই সই করিয়ে নেবে?
কারণ, ফ্রি প্লেয়ারকে সই করাতে সেইভাবে কোনও বাধা নেই
কিন্তু ইস্টবেঙ্গলকে (East Bengal) একটি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
কী সেই সমস্যা?
যেহেতু রবসন রোবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে, তাই সার্টিফিকেট (Certificate) পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer Window) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপেক্ষা আরও বাড়বে
সেক্ষেত্রে আগামী বছরের ১ জানুয়ারির আগে লাল-হলুদ জার্সিতে রবসনকে দেখার কোনও সম্ভাবনাই নেই।
তবে তাঁকে আদৌ সই করাবে কিনা ইস্টবেঙ্গল
তারও কোনও নিশ্চয়তা নেই।