- Home
- Sports
- Football
- El Clasico: বিপক্ষের ঘরের মাঠে ঢুকে দাপুটে ফুটবল বার্সেলোনার, ৪-০ গোলে পরাজয় রিয়াল মাদ্রিদের
El Clasico: বিপক্ষের ঘরের মাঠে ঢুকে দাপুটে ফুটবল বার্সেলোনার, ৪-০ গোলে পরাজয় রিয়াল মাদ্রিদের
এল ক্লাসিকোতে (El Clasico) দাপট বার্সেলোনার (Barcelona)। চার গোলে জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে।
110

Image Credit : SOCIAL MEDIA
জয়ের জন্যই যেন মাঠে নামা
রিয়ালকে দুরমুশ করে বড় জয়।
210
Image Credit : SOCIAL MEDIA
বলা যেতে পারে, মাথা তুলে দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ
কারণ, বার্সার আক্রমণাত্মক ফুটবলে খেই হারিয়ে ফেলে তারা।
310
Image Credit : SOCIAL MEDIA
রক্ষণ থেকে মাঝমাঠ কিংবা আক্রমণভাগ
সবক্ষেত্রেই টেক্কা দিল বার্সেলোনা।
410
Image Credit : SOCIAL MEDIA
সবথেকে বড় বিষয়, রিয়ালের ঘরের মাঠে হার
কার্যত, ভরা গ্যালারির সামনে পরাজয় স্বীকার করল রিয়াল। আর উল্টোদিকে হাসিমুখে বার্সা।
510
Image Credit : Asianet News
যদিও ম্যাচের প্রথমার্ধে অফসাইডের জন্য কিলিয়ান এমবাপের গোল বাতিল হয়ে যায়
নাহলে তখনই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
610
Image Credit : SOCIAL MEDIA
কিন্তু দ্বিতীয়ার্ধে যেন রীতিমতো বার্সা ঝড়
ম্যাচের ৫৪ মিনিটে, রবার্ট লেভানোদোস্কির (Robert Lewandowski) গোলে খেলায় লিড নেয় বার্সেলোনা।
710
Image Credit : SOCIAL MEDIA
তবে সেখানেই শেষ নয়
খেলার ৫৬ মিনিটে, আবার সেই লেভানোদোস্কির পা থেকেই আসে দ্বিতীয় গোল। ম্যাচের ফলাফল তখন ২-০।
810
Image Credit : SOCIAL MEDIA
এরপর ৭৭ মিনিটে, ফের গোল বার্সেলোনার
এবার সেই বিস্ময় বালক লামিনে ইয়ামাল (Lamine Yamal) বার্সাকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে।
910
Image Credit : Asianet News
আর রিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন র্যাপিনহা (Rapinha)
খেলার ৭৭ মিনিটে, গোল করেন তিনি।
1010
Image Credit : SOCIAL MEDIA
ফলে, ঐতিহ্যের এল ক্লাসিকোতে পর্যদুস্ত রিয়াল মাদ্রিদ
কার্যত, তাদের নিয়ে ছেলেখেলা করল বার্সেলোনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos