Premier League 2025-26: এবারও ট্রফিহীন থাকতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। ফের সাফল্য পাওয়ার লক্ষ্যে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।
KNOW
Manchester Derby: বিশ্বের যে কোনও প্রান্তেই ডার্বি সবসময় উত্তেজক। যে দল ডার্বিতে জয় পায়, সেই শিবিরে যেমন আনন্দ-উচ্ছ্বাস থাকে, তেমনই হেরে যাওয়া শিবিরে দুঃখ ও হতাশা থাকে। কোনও দল কোণঠাসা অবস্থায় থেকে ডার্বি খেলতে নেমে জয় পেলে উজ্জীবিত হয়ে ওঠে। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League 2025-26) ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঠিক সেটাই দেখা গেল। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যাচের ফল ২-০। দু'টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে প্রথম গোল করেন ব্রায়ান এমবিউমো (Bryan Mbeumo)। এরপর ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করেন প্যাট্রিক ডোরগু (Patrick Dorgu)। এই জয়ের ফলে ২২ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে লেগ টেবলে পঞ্চম স্থানে উঠে এল ম্যান ইউ। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার ডার্বিতে হেরে গিয়ে ২২ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানেই থেকে গেল ম্যান সিটি। শীর্ষে থাকা আর্সেনালের (Arsenal) চেয়ে আরও পিছিয়ে পড়ল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল।
ভালো শুরু মাইকেল ক্যারিকের
প্রাক্তন ফুটবলার মাইকেল ক্যারিককে (Michael Carrick) চলতি মরসুমের শেষপর্যন্ত ম্যান ইউয়ের অন্তর্বর্তী ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই ম্যাঞ্চেস্টার ডার্বিতে দলকে জয় এনে দিলেন ক্যারিক। ম্যানেজার বদলের ইতিবাচক প্রভাব দেখা গেল। ডার্বি জয়ের ফলে ম্যান ইউ শিবির উজ্জীবিত হয়ে উঠেছে। পরপর কয়েকটি ম্যাচে জয় পেলেই দলে পুরনো আত্মবিশ্বাস ফিরে আসতে পারে।
ঘুরে দাঁড়াচ্ছে ম্যান ইউ
গত সপ্তাহে এফএ কাপের (FA Cup) ম্যাচে ব্রাইটনের (Brighton) কাছে হেরে যায় ম্যান ইউ। সেই ম্যাচের তুলনায় শনিবার অনেক ভালো পারফরম্যান্স দেখা গেল। এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে লিগ টেবলে উপরের দিকেই থাকতে পারে ক্যারিকের দল। আগামী মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) যোগ্যতা অর্জনও করতে পারে ম্যান ইউ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


