সংক্ষিপ্ত
বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে একাধিক ফুটবলার ম্যাচ চলাকালীন মারাত্মক চোট পেয়েছেন, এমনকী কয়েকজন মারাও গিয়েছেন। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সেই আশঙ্কাই তৈরি হল।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক টম লকিয়ার। দ্বিতীয়ার্ধের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন লকিয়ার। মাঠেই তাঁর চিকিৎসা শুরু হয়। এরপর লুটন টাউনের অধিনায়ককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর আর খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে ইউরো কাপে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। শনিবার লকিয়ার মাঠে লুটিয়ে পড়ার পর সেই ঘটনার স্মৃতি ফিরে আসে। দর্শকরা সবাই লকিয়ারের জন্য প্রার্থনা শুরু করেন। সবাই আশা করছেন, এই ফুটবলার সুস্থ হয়ে উঠবেন।
হাসপাতালে ভর্তি লকিয়ার
লুটন টাউনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা সবাই আশা করছি এবং প্রার্থনা করছি যে আমাদের অধিনায়ক টম লকিয়ার সুস্থ হয়ে উঠবে। ও এখন সাড়া দিচ্ছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী হয়েছে আমরা এখনও জানি না। এরপর কী পদক্ষেপ হবে, সেটাও আমরা জানি না। আমরা বর্নমাউথ ও মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি। লকিয়ার অসুস্থ হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এটা সত্যিই চমকপ্রদ। আমরা দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করছি। ওদের প্রিয় সতীর্থ ও বন্ধুকে এভাবে মাঠের বাইরে নিয়ে যেতে দেখার পর ২ দলের খেলোয়াড়রাই ম্যাচ চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না। রেফারি ও সহকারী রেফারিরাও এই পরিস্থিতিতে ম্যাচ চালিয়ে যেতে পারছিলেন না। সেই কারণেই ম্যাচ পরিত্যক্ত হল।’
ফের পয়েন্ট নষ্ট ম্যান সিটির
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটি। ফের পয়েন্ট নষ্ট করে লিগ টেবলে ৪ নম্বরেই থাকল ম্যান সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ২-০ হারিয়ে দিয়েছে চেলসি। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ২-০ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ফুলহ্যামকে ৩-০ উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড এফসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নিলামে উঠল ৬টি জার্সি, ৬৫ কোটিতে বিক্রি হল বিশ্বকাপে মেসির গায়ে থাকা জার্সি
UEFA Champions League: হেরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে বার্সেলোনা
UEFA Champions League: টানা ৬ ম্যাচে জয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে ম্যান সিটি