- Home
- Sports
- Football
- ISL: রুদ্ধশ্বাস ম্যাচে লড়াকু জয় বাগানের, পিছিয়ে গিয়েও নর্থ ইষ্টকে ৩-২ গোলে হারাল মোলিনার ছেলেরা
ISL: রুদ্ধশ্বাস ম্যাচে লড়াকু জয় বাগানের, পিছিয়ে গিয়েও নর্থ ইষ্টকে ৩-২ গোলে হারাল মোলিনার ছেলেরা
ডুরান্ড কাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাগান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে লড়াকু জয় সবুজ মেরুন ব্রিগেডের।
110

Image Credit : SOCIAL MEDIA
সোমবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় দুই দল
কার্যত, হাড্ডাহাড্ডি খেলা। আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে (North East United) ৩-২ গোলে হারিয়ে জয় মোহনবাগানের (Mohun Bagan)।
210
Image Credit : SOCIAL MEDIA
কার্যত, দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে তারা
দুরন্ত লড়াই করলেন কামিংসরা।
310
Image Credit : SOCIAL MEDIA
প্রথমেই এগিয়ে যায় নর্থ ইস্ট
খেলার ৪ মিনিটে, মহম্মদ আলি বেমামেরের গোলে ম্যাচে লিড নেয় তারা।
410
Image Credit : SOCIAL MEDIA
তবে কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাচে ফিরে আসে মোলিনার ছেলেরা
ঠিক ১০ মিনিটের মাথায়, দীপেন্দু বিশ্বাসের গোলে খেলায় সমতা ফেরায় বাগান ব্রিগেড।
510
Image Credit : SOCIAL MEDIA
তবে সেখানেই শেষ নয়
ম্যাচের ২৪ মিনিটে, আবারও এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। গোল করেন আলাদিন।
610
Image Credit : SOCIAL MEDIA
প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই
তবে এরপর খেলায় ফিরে আসে সবুজ মেরুন।
710
Image Credit : SOCIAL MEDIA
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে মোহনবাগান
ম্যাচের ৬১ মিনিটে, গোল করে সমতা ফেরান শুভাশিস বোস।
810
Image Credit : SOCIAL MEDIA
জয়সূচক গোলটি করেন কামিংস
খেলার ৮৭ মিনিটে, সবুজ মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন জেসন কামিংস।
910
Image Credit : SOCIAL MEDIA
জুয়ান পেদ্রো বেনালির ছেলেদের হারিয়ে দিল মোহনবাগান
বলা যেতে পারে, মধুর প্রতিশোধও বটে।
1010
Image Credit : SOCIAL MEDIA
শেষপর্যন্ত, ৩-২ গোলে জয়
হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াকু জয় মোহনবাগানের।
Latest Videos