FIFA World Cup 2026: মাঠের মধ্যে যখন ব্রাজিল খেলে, তখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গ্যালারিতেও নজর থাকে। কারণ, বিপুল পরিমাণে ব্রাজিল সমর্থকরা মাঠে ভিড় জমান। 

FIFA World Cup 2026: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির প্রভাব এবার সরাসরি এসে পড়ছে বিশ্বকাপ ফুটবলে (fifa world cup 2026)।ব্রাজ়িলের সমর্থকরা বরাবরই বিশ্বকাপ ফুটবলে নজর কেড়ে থাকেন (fifa world cup)। 

ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপে দেখা যাবে না?

মাঠের মধ্যে যখন ব্রাজিল খেলে, তখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গ্যালারিতেও নজর থাকে। কারণ, বিপুল পরিমাণে ব্রাজিল সমর্থকরা মাঠে ভিড় জমান। কিন্তু আসন্ন বিশ্বকাপে হয়ত তাদের নাও দেখা যেতে পারে। আমেরিকার নতুন অভিবাসী ভিসা নীতির প্রভাবে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ব্রাজিল ছাড়াও অন্যান্য দেশের সমর্থকরাও ভুক্তভোগী। 

ঠিক কয়েকদিন আগেই আমেরিকার বিদেশ দফতরের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায়ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণের উপর ভাগ বসান।’’ 

নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না, এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে, ততক্ষণ অবধি ভিসার স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানি়য়ে দেয় মার্কিন প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির প্রভাব বিশ্বকাপে?

এবার সেই তালিকায় ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী একাধিক দেশের নাম রয়েছে। যেমন ইরান, মিশর, আলজিরিয়া, আইভোরি কোস্ট, উজ়বেকিস্তান, উরুগুয়ে, ব্রাজ়িল, কেপ ভার্দে, কলম্বিয়া, ঘানা, হাইতি, জর্ডন, মরক্কো, সেনেগাল এবং তিউনিশিয়া। এইসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে ভিসার উপর স্থগিতাদেশ কার্যকর করা হবে বলে খবর।

এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, আসন্ন এই বিশ্বকাপে দর্শক সংখ্যা কমতে পারে বলেই আশঙ্কা অনেকের।সেইসঙ্গে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে অনেকটা। তাই আগে থেকে খেলা দেখার টিকিট বুক করেও অনেকেই তা বাতিল করে দিচ্ছেন। যদিও সেটা থার্ড স্লটে। তাদের আশঙ্কা, খেলা দেখতে আমেরিকায় গেলে তাদের সমস্যায় পড়তে হতে পারে।

সামগ্রিক পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।