সংক্ষিপ্ত
ইতিধ্যেই সেনেগালকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড। এবার সেমি ফাইনালে পৌঁছনর জন্য কোয়ার্টারর দুই দলকে মুখোমুখি হতে হবে। কবে হতে চলেছে এই খেলা?
পোল্যান্ডের বিরুদ্ধে দূরন্ত জয়ের পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে সহজেই ৩-১ ব্যবধানে জয়ী হয় ফ্রান্স। কিন্তু বিশ্বকাপের জন্য এখনও অনেক পথ বাকি। কোয়ার্টার ফাইনালে আরও কঠিন হতে চলেছে লড়াই। ইতিধ্যেই সেনেগালকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড। এবার সেমি ফাইনালে পৌঁছনর জন্য কোয়ার্টারর দুই দলকে মুখোমুখি হতে হবে। কবে হতে চলেছে এই খেলা?
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষের মুখে। কিছু দিনের মধ্যেই শেষ আট লড়াই নামতে চলেছে প্রতিযোগী দলগুলি। আগামী ১১ ডিসেম্বর রবিবারই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও ফ্রান্স। প্রথম থেকেই দারুণ ফর্মে রয়েছে দুই দল। গ্রুপ পর্ব এবং প্রি-কোয়ার্টার ফাইনালে একের পর ম্যাচে জয়ের পর এবার সামনে কোয়ার্টার ফাইনালের লড়াই। এই ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল। কাতারের আল বায়েত স্টেডিয়ামে রবিবার গভীর রাতে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। ভারতীয় সময় ১২.৩০ মিনিটে খেলা শুরু হবে।
প্রি-কোয়ার্টার ফাইনালে সহজেই পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। ৪৪ মিনিটে এমবাপের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন জিরু। এরপর ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। এরপর আর পোল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ৯০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ফলে সহজ জয় পেল ফ্রান্স। এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের দাপট ছিল। তবে পোল্যান্ডও মাঝেমধ্যেই ফরাসি রক্ষণে আতঙ্ক তৈরি করছিল। ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে একাধিকবার নিশ্চিত গোল বাঁচাতে হয়। ফলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারছিল না ফ্রান্স। তবে এমবাপে দ্বিতীয় গোল করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পোল্যান্ড। এমবাপে তৃতীয় গোল করার পর অবশ্য কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েন ফ্রান্সের ডিফেন্ডাররা। তার ফলেই পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পান লেওয়ানডস্কি।
আরও পড়ুন -
দিয়েগো, মেসি, রোনাল্ডোকে পেছনে ফেললেন এমবাপে, মাত্র ১১ ম্যাচে ৯ গোল, ভাঙলেন কিংবদন্তি পেলের রেকর্ডও
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলছেন নেইমার, জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে
বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা, কাতার থেকে লন্ডনে ফিরলেন রাহিম স্টার্লিং