সংক্ষিপ্ত
সমর্থকদের চোখ এখন তারকা ফরোয়ার্ড নেমারের উপরই। উল্লেখ্য, বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে দূরন্ত ফর্মে ছিলেন নেইমার। খেলা শুরুর আগে জেনে নিন কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা...
আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। বিশ্বকাপের ময়দানে নামতে চলেছে সফলতম দল ব্রাজিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধেই নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে নেইমাররা। যেই ম্যাচের জন্য অপেক্ষায় ছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। এর আগে ১৯৭০ সালের পর দীর্ঘদিন বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তারপর ১৯৯৪ সালে ফের ট্রফি আসে এই ফুটবল অন্ত প্রাণ এই দেশের হাতে। তারপর ফের দু'দশকের বিরতী। বিশ্বকাপে নেই ব্রাজিল। কাতারের মাঠে এবার কি খরা কাটবে? সেইদিকেই তাকিয়ে ব্রাজিল সমর্থকরা। আজ ফের একবার মাঠে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে ব্রাজিল। সমর্থকদের চোখ এখন তারকা ফরোয়ার্ড নেমারের উপরই। উল্লেখ্য, বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে দূরন্ত ফর্মে ছিলেন নেইমার। খেলা শুরুর আগে জেনে নিন কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা...
কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা
২৫ নভেম্বর, শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০-এ শুরু হবে ব্রাজিল বনাম সার্বিয়ার খেলা। কাতারের লুসেইল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি। অনলাইনে জিও সিনেমায় এবং টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে লাইভ টেলিকাস্ট দেখা যাবে।
ব্রাজিলের ফুটবল মানেই এক উন্মাদনা। ব্রাজিলে ফুটবল মানে যন্ত্রণা উপশোমের মাধ্যম। ফুটবল মানে ধর্ম, বেঁচে থাকার অবলম্বন। রিয়োর বস্তি থেকে অভিজাত পরিবার পর্যন্ত সর্বত্রই ফুটবলের আধিক্য। ব্রাজিলে ফুটবল সর্বজনীন। সেই পেলে থেকে গ্যারিঞ্চা, জিকো হয়ে ফুটবলের সেই চেনা ধারা বজায় রেখে এসেছেন রিভাল্ডো, কাকা, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়ররা। দু'দশক পর ফের একবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। এখন দেখা গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা যে দলের দিকে তাকিয়ে তাঁরা কতটা সফলতা আনতে পারে।
আরও পড়ুন -
জয়ের পড়ে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপান সমর্থকরা, মাঠে-বাইরে বিশ্ববাসীর নজর কাড়ল জাপান
পেনাল্টি নষ্ট আলফন্সো ডেভিসের, বেলজিয়ামের কাছে ১-০ গোলে হার কানাডার