FIFA World Cup 2026: প্রতিটি দেশের প্রত্যেক ফুটবলারের ছবি তোলা হবে। তারপর সেই ছবিগুলির ডিজিটাল স্ক্যান করা হবে। বিবিসি জানিয়েছে, এই প্রযুক্তি হবে পুরোপুরো স্বনিয়ন্ত্রিত।
FIFA World Cup 2026: নয়া প্রযুক্তি আসছে ফুটবল বিশ্বকাপে। ফিফা এবার নতুন প্রযুক্তি আনছে ফুটবল বিশ্বকাপে (fifa world cup 2026)। প্রতিটি ফুটবলারের ‘থ্রিডি অবতার' তৈরি করা হবে। যাতে নির্ভুলভাবে অফসাইডের সিদ্ধান্ত নিতে পারেন রেফারি (World Cup 2026 schedule)।
ফুটবলারদের ছবি এবং ডিজিটাল স্ক্যান
ঠিক সেই কারণেই, প্রতিটি দেশের প্রত্যেক ফুটবলারের ছবি তোলা হবে। তারপর সেই ছবিগুলির ডিজিটাল স্ক্যান করা হবে। বিবিসি জানিয়েছে, এই প্রযুক্তি হবে পুরোপুরো স্বনিয়ন্ত্রিত। প্রত্যেক ফুটবলারকে একটি ঘরে নির্দিষ্ট ঢুকে ছবি তুলতে হবে এবং সেই ছবি তুলতেও এক সেকেন্ডের বেশি সময়ও লাগবে না।
এমনিতে তো এই মেগা প্রতিযোগিতা শুরুর আগে ফটোশ্যুট হয়েই থাকে। তখনই একসঙ্গে এই কাজ করা হবে। ফিফা দাবি করেছে, প্রত্যেক ফুটবলারের শরীরের নিখুঁত পরিমাপ সংগ্রহ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে, সঠিকভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফিফা কী জানিয়েছে?
ফিফা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, দ্রুতগতিতে নড়াচড়া বা কারও দৃষ্টি অবরুদ্ধ হলে ক্যামেরার সাহায্যে খুব সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রেফারি রিপ্লেতে অনেকটা বেশি সম্ভব প্র্যাকটিক্যাল মুহূর্ত দেখতে পাবেন।
ফিফা কর্তারা আশা করছেন, নতুন এই ‘থ্রিডি অবতার' তৈরির ফলে অনেক বিতর্কিত সিদ্ধান্ত এড়ানো যাবে। এমনিতেই ফুটবল বিশ্বকাপে ভীষণই উত্তেজনাপূর্ণ খেলা হয়। অনেকক্ষেত্রেই অনেক কঠিন সিদ্ধান্ত রেফারিদের নিতে হয়। কিন্তু এই টেকনোলজি চলে এলে আর এই সমস্যা হবে না। কোন ফুটবলার কখন কী করছেন, সবটা এবার ধরা পড়বে।
ডিসেম্বর মাসে, ফ্ল্যামেঙ্গো এবং পিরামিডস এফসি দলের ফুটবলারদের স্ক্যান করা হয়ে। উল্লেখ্য, এই প্রযুক্তি ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যবহার করা হয়েছে। এবার তা আসছে ফুটবল বিশ্বকাপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
