কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সহজ পেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স।
FIFA WC 2022 Live Updates: অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তৈরি লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া। এবার আর্জেন্টিনার গ্রুপ মোটেই সহজ নয়। তাই সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে বড় ব্যবধানে জেতাই মেসিদের লক্ষ্য। এই ম্যাচে তাঁরা সহজ জয় পেলে কাজটা কিছুটা সহজ হবে। এটাই হয়তো মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ার শেষ বিশ্বকাপ। তাঁরা আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে চান। টানা ৩৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখাই মেসিদের লক্ষ্য। তাঁরা এবার কাতার থেকে খালি হাতে ফিরতে নারাজ। দলের সবাই ট্রফি জিততে মরিয়া। মেসির টেন্ডনে চোট রয়েছে। তা সত্ত্বেও তিনি দলের জন্য নিজের সেরাটা দিতে তৈরি।
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে এগিয়ে ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরু। একটি করে গোল অ্যাড্রিয়ান র্যাবিয়ত ও কিলিয়াম এমবাপের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ফ্রান্স।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও, প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে গেল ফ্রান্স। দ্বিতীয় গোল করলেন অলিভিয়ের জিরু।
অসাধারণ হেডে গোল করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমতা ফেরালেন অ্যাড্রিয়ান র্যাবিয়ত। ২৭ মিনিটে গোল করলেন তিনি। এখন ম্যচ ১-১।
কাতার বিশ্বকাপে পরপর ২ ম্যাচ গোলশূন্য থাকার পর ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতেই গোল এল। ৯ মিনিটে প্রথম গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিলেন ক্রেগ গুডউইন।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। চলছে প্রথমার্ধের খেলা।
কাতার বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে আর খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়লেন। বিশ্বকাপের পর হয়তো অন্য কোনও ক্লাবের হয়ে খেলবেন তিনি।
রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি নষ্ট করার জের, মেক্সিকোর সঙ্গে গোলশূন্যভাবে ড্র করল পোল্যান্ড। কাতার বিশ্বকাপে একই দিনে পরপর ২ ম্যাচ গোলশূন্য থাকল।
রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি নষ্ট করার জের, মেক্সিকোর সঙ্গে গোলশূন্যভাবে ড্র করল পোল্যান্ড। কাতার বিশ্বকাপে একই দিনে পরপর ২ ম্যাচ গোলশূন্য থাকল।
কাতার বিশ্বকাপে একই দিনে পরপর ২ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে চলেছে। ডেনমার্ক-টিউনিশিয়া ম্যাচ কোনও গোল হয়নি। এবার মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও গোলশূন্য থাকতে চলেছে।
'ভিএআর'-এর সাহায্য নিয়ে পেনাল্টি দিলেন রেফারি। সেই পেনাল্টি মারতে যান রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু পেনাল্টি বাঁচিয়ে দিলেন মেক্সিকোর অভিজ্ঞ গোলকিপার ওচোয়া। ফলে ম্যাচ এখনও গোলশূন্য।
ডেনমার্ক-টিউনিশিয়া ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও কি সেইদিকেই এগোচ্ছে? চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও কোনও দল গোল করতে পারেনি।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোলশূন্য এই ম্যাচ।
কাতার বিশ্বকাপে চলছে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ। ২৮ মিনিট পর্যন্ত কোনও দল গোল করতে পারেনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় মর্মাহত লিওনেল মেসিদের সমর্থকরা। বিশ্বজুড়ে এই ম্যাচ নিয়ে আলোচনা চলছে।
এবারের বিশ্বকাপে গ্রুপ সি-র দ্বিতীয় ম্যাচ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। সৌদি আরব প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ায় মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এবারের বিশ্বকাপে প্রথম কোনও ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল। দারুণ লড়াই করে ডেনমার্ককে আটকে দিল টিউনিশিয়া।