কলকাতা সফরের শেষ দিনও ফুটবলপ্রেমীদের উন্মাদনার পরিচয় পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল।
মঙ্গলবার ছিল আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরের দ্বিতীয় দিন। দুপুর থেকে সন্ধে পর্যন্ত ফুটবলপ্রেমীদের আবেগ-উন্মাদনায় ভেসে গেলেন এই তারকা।
ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে কলকাতায় পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার মোহনবাগান মাঠে যাবেন এই তারকা।
বিশ্ব ফুটবলের অনেক তারকাকেই দেখেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মাসের মধ্যেই কলকাতায় আসেননি কোনও তারকা। এবার সেই নজির গড়লেন এমিলিয়ানো মার্টিনেজ।
কলকাতা আসার আগে ঢাকা মাতিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় অবশ্য তাঁর সঙ্গে জনসাধারণের দেখা করার সুযোগ ছিল না।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসের মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি ছিল। বুধবার সেই ঘোষণা হয়ে গেল।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পরেই লিওনেল মেসি বলেছিলেন, তিনি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। কিন্তু বিশ্বকাপের পরেও আন্তর্জাতিক ফুটবল খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। পরবর্তী কোপা আমেরিকাতেও খেলতে পারেন মেসি।
কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে আর্জেন্টিনা। এই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন লিওনেল মেসিরা। ৬ বছর পর তাঁরা ফের ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন।
স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছেন। সিনিয়র দলের হয়ে ১৮০ ম্যাচ খেলে রক্ষণ সামলানোর পাশাপাশি ২৩টি গোলও করেছেন। স্পেন যে পদ্ধতিতে খেলে, তাতে একজন ডিফেন্ডারের ২৩ গোল বিরল নজির। এহেন তারকা সার্জিও র্যামোস অবসর নিলেন।
আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে উগুরুয়ে, আর্জেন্টিনার। ফের বিশ্বকাপ আয়োজন করতে চাইছে লাতিন আমেরিকার এই দুই দেশ। সঙ্গে আছে আরও দুই দেশ।