সংক্ষিপ্ত
বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন লিওনেল মেসির অনুরাগীরা। এই তারকা যে দেশেই খেলতে যান, সেখানে তাঁকে নিয়ে উন্মাদনা দেখা যায়। কিন্তু এবার প্যারাগুয়েতে মেসির অনুরাগীদের বাধা দেওয়ার ব্যবস্থা করা হল।
কেউ সবুজ-মেরুন পোশাক পরে ক্লাব তাঁবুতে গেলেই রেগে যেতেন ইস্টবেঙ্গলের প্রয়াত কর্তা স্বপন বল। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে বলতেন, 'এই রঙের পোশাক পরে আমাদের ক্লাবে আসবে না।' একইভাবে মোহনবাগান তাঁবুতেও কেউ লাল-হলুদ রঙের পোশাক পরে গেলে সবুজ-মেরুন কর্তাদের চোখরাঙানির মুখে পড়েন। কিন্তু কলকাতা ডার্বির সময় নিজেদের মাঠ হোক বা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কোনওদিন বিপক্ষ দলের সদস্য-সমর্থকদের জার্সি বা পতাকার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। কলকাতার ফুটবলপ্রেমীদের অত্যন্ত প্রিয় দল আর্জেন্টিনা এবার প্যারাগুয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে বাধার মুখে পড়ল। প্যারাগুয়ের ফুটবল সংস্থা কড়া নির্দেশ দিয়েছে, কোনও দর্শকই আর্জেন্টিনার জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এমনকী, আর্জেন্টিনার ফুটবলাররা যে ক্লাবগুলিতে খেলেন, সেই ক্লাবের জার্সিতে যদি সংশ্লিষ্ট ফুটবলারদের নাম ও জার্সি নাম্বার লেখা থাকে, তাহলে সেই জার্সি পরেও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।
ঘরের মাঠে খেলার সুবিধা নিতে মরিয়া প্যারাগুয়ে
প্যারাগুয়ে ফুটবল সংস্থার লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিয়াসবোয়া বলেছেন, ‘আমরা স্থানীয় সবাইকে সতর্ক করে দিয়েছি, প্যারাগুয়ে বা নিরপেক্ষ কোনও দলের জার্সি ছাড়া অন্য কোনও দলের জার্সি পরে কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেব না। বিপক্ষ দলের জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবে না। বিপক্ষ দলের ফুটবলারদের নাম লেখা ক্লাবের জার্সি পরেও কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। আমরা কোনও খেলোয়াড়ের বিপক্ষে না। ফুটবলারদের কেরিয়ারের প্রতি আমার সম্মান আছে। আমরা শুধু ঘরের মাঠে খেলার সুযোগ নিতে চাই।’
আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে প্যারাগুয়ে
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়ে লাতিন আমেরিকার গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে প্যারাগুয়ে। এই কারণেই আর্জেন্টিনার বিরুদ্ধে পয়েন্ট পেতে মরিয়া প্যারাগুয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি
বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি
মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে সহজ জয়, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে আর্জেন্টিনা