কাতার বিশ্বকাপের চতুর্থ দিন বুধবার চারটি ম্যাচ। প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স ক্রোয়েশিয়া। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে জার্মানি। এরপর স্পেন-কোস্টারিকা লড়াই। ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে কানাডার মুখোমুখি হবে বেলজিয়াম। এদিনের চারটি ম্যাচই অত্যন্ত আকর্ষণীয়। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার আর্জেন্টিনাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে সৌদি আরব। বুধবারও তেমন কোনও অভাবনীয় ফল হতে পারে। এশিয়ার অন্যতম শক্তিধর দল জাপান এদিন জার্মানিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিতে পারে। কানাডাও লড়াই করতে তৈরি। কোস্টারিকাও লড়াকু দল। ফলে বড় দলগুলির পক্ষে সহজে জয় পাওয়া সম্ভব না-ও হতে পারে।