রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবল। প্রথম দিন ইকুয়েডরের কাছে ২ গোলে হেরে গিয়েছে আয়োজক দেশ কাতার। সোমবার মাঠে নামছে ৬টি দল। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে শুরু হবে ইংল্যান্ড-ইরান ম্যাচ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে। এরপর ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েলশ ম্যাচ। সোমবারের ৩ ম্যাচই অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে ইংল্যান্ড-ইরান এবং নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচের দিকে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের আর্মব্যান্ডে সমকামী ও রূপান্তরকামীদের পাশে থাকার বার্তা দেওয়া হবে কি না, সেদিকে সবারই নজর থাকবে। ইংল্যান্ডের অধিনায়ক যদি সত্যিই এই আর্মব্যান্ড পরেন, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই কারণে সতর্ক ইংল্যান্ড শিবির।