কাতার বিশ্বকাপে শুক্রবার প্রথম ম্যাচে ওয়েলশের মুখোমুখি হচ্ছে ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬-২ গোলে হেরে গিয়েছে ইরান। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ড্র করেছে ওয়েলশ। ফলে দ্বিতীয় ম্যাচ দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার। দু'দলই প্রথম ম্যাচ হেরে গিয়েছে। ফলে নক-আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে। দিনের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। দু'দলই প্রথম ম্যাচ জিতেছে। ফলে এদিন যে দল জিতবে, তারা নক-আউটে চলে যাবে। এরপর মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছেন হ্যারি কেনরা। ফলে এদিন জিতলেই তাঁদের নক-আউটে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।