- Home
- Sports
- Football
- বকেয়া বেতন নিয়েই ছাড়বেন তিনি? এবার ফিফার দ্বারস্থ ভারতের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ
বকেয়া বেতন নিয়েই ছাড়বেন তিনি? এবার ফিফার দ্বারস্থ ভারতের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ
| Published : Aug 22 2024, 12:57 AM IST / Updated: Aug 22 2024, 01:09 AM IST
বকেয়া বেতন নিয়েই ছাড়বেন তিনি? এবার ফিফার দ্বারস্থ ভারতের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আগামী ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল
প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল।
210
কিন্তু তার আগেই ছাঁটাই
চুক্তি শেষ হওয়ার আগেই স্টিমাচকে ছেঁটে ফেলে ফেডারেশন।
310
তাতেই চটেছেন তিনি
ইগোর স্টিমাচ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বকেয়া বেতন দাবি করলেন।
410
গত ২০১৯ সালে তিনি ভারতের কোচ হন
সেইসময়, ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত চুক্তি হয়।
510
তারপর আরও তিন বছরের জন্য চুক্তি বৃদ্ধি
কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের আগেই বিদায় নেয় ভারতীয় ফুটবল দল।
610
স্টিমাচকে ছাঁটাই করার সময় ঠিক কী হয়েছিল?
তখন তাঁকে তিন মাসের বেতন দিতে চেয়েছিল এআইএফএফ।
710
কিন্তু তা নিতে অস্বীকার করেন তিনি
কারণ, তাঁর মনে হয়েছিল যে, এই প্রস্তাব অপমানজনক।
810
স্টিমাচের মোট বেতন প্রায় ৭.৫০ কোটি টাকা
আগামী ২০২৫ সালের জুন মাস পর্যন্ত তাঁর বেতন প্রায় ৭.৫০ কোটি টাকা। যা দিতে রাজি নয় ফেডারেশন।
910
তাহলে এখন?
স্টিমাচ কিন্তু দমে যাননি।
1010
ফিফার দ্বারস্থ হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ
তাঁর বাকি পাওনা বেতন পেতে ফিফার কাছে গেলেন ইগোর স্টিমাচ।