IFA Shield 2025: টাইব্রেকারে ইস্টবেঙ্গলের হয় চতুর্থ শটটি নেন তিনি। আর সেটি রুখে দেন মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। সেই সেভ ম্যাচের ছবিটাই বদলে দিল। তাই লাল হলুদের পরাজয়ের পর, নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয় গুপ্তা নিজেই।

IFA Shield 2025: তীরে এসে তরী ডুবেছে ইস্টবেঙ্গলের। একটুর জন্য শিল্ড হাতছাড়া হয়েছে লাল হলুদ ব্রিগেডের (kolkata derby 2025)। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে জয় হাসিল করে মোহনবাগান (ifa shield 2025)। 

ম্যাচ চলে যায় সোজা টাইব্রেকারে

নির্ধারিত সময় পর্যন্ত, খেলার ফলাফল ছিল ১-১। ম্যাচের ৩৬ মিনিটে, লাল হলুদের হয়ে গোল করেন হামিদ আহাদাদ এবং তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, আপুইয়ার গোলে সমতা ফেরায় সবুজ মেরুন ব্রিগেড। নির্ধারিত সময় পর্যন্ত, খেলার ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ চলে যায় সোজা টাইব্রেকারে।

View post on Instagram

আর সেখানেই বাজিমাৎ করে মোহনবাগান। যদিও গোটা ম্যাচে, ইস্টবেঙ্গলের হয়ে তিন কাঠির নিচে সাহসী গোলকিপিং করা প্রভসুখান সিং গিলকে তুলে নিয়ে কেন দেবজিৎকে নামানো হল, তা নিয়ে বিতর্ক চলছেই। তারই মাঝে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই মরশুমে ইস্টবেঙ্গলে সই করা জয় গুপ্তা। 

কারণ, টাইব্রেকারে ইস্টবেঙ্গলের হয় চতুর্থ শটটি নেন তিনি। আর সেটি রুখে দেন মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। সেই সেভ ম্যাচের ছবিটাই বদলে দিল। তাই লাল হলুদের পরাজয়ের পর, নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয় গুপ্তা নিজেই। 

View post on Instagram

কী বলেছেন জয় গুপ্তা?

তিনি লিখেছেন, “ইস্টবেঙ্গলের সমর্থক, ক্লাব এবং ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানো সকলের উদ্দেশ্যে বলতে চাই, ফাইনালে পেনাল্টি মিস করার সম্পূর্ণ দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি। ইস্টবেঙ্গলের ইতিহাস এবং আবেগের অধিকারী এই ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে, আমি বুঝতে পারছি যে, সেই মুহূর্তটি প্রতিটি সমর্থক, সতীর্থ এবং এই পরিবারের সদস্যদের জন্য কতটা অর্থ বহন করে। যা খুবই বেদনাদায়ক এবং আমি জানি যে, সেই রাতে প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থক যে হতাশা অনুভব করেছেন, তা কোনওভাবেই বোঝানো সম্ভব নয়।"

View post on Instagram

এই মন্তব্যের পরেই তাঁর পাশে এসে দাঁড়ান সতীর্থরা। কেভিন লেখেন, “কেবল সাহসীরাই ব্যর্থ হয়। যারা তোমার মতো পেনাল্টি মারতে দায়িত্ব নেয়। ঐ খেলোয়াড়রাই তাদের কাছে মূল্যবান। একসঙ্গে আছি বন্ধু।" মিগুয়েল বলেছেন, “আমরা একসঙ্গে জিতি এবং একসঙ্গে হারি।" অন্যদিকে, রশিদের মতে, “এটাই সঠিক মানসিকতা ভাই। আমরা একসঙ্গে এই সময়টা কাটিয়ে উঠব। ইনশাআল্লাহ! আমরা সবাই একসঙ্গে একই পরিস্থিতিতে আছি ভাই।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।