সংক্ষিপ্ত

আইএসএল-এ রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত অব্যাহত। শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট-কেরালা ব্লাস্টার্স ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ম্যাচের বয়স তখন ২৬ মিনিট। রাইট উইং থেকে ক্রস করেন কেরালা ব্লাস্টার্সের সন্দীপ। বলের বাউন্স আন্দাজ করতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্ডার টম আলড্রেড। তিনি পড়ে যান। সেই সময় তাঁর হাতে লাগে বল। পড়ে যাওয়ার পরেও বলে হাত লাগান এই ডিফেন্ডার। বক্সের মধ্যে ইচ্ছাকৃতভাবে হ্যান্ড বলের ক্ষেত্রে পেনাল্টি হওয়াই নিয়ম। এমনকী, সংশ্লিষ্ট ফুটবলারকে হলুদ বা লাল কার্ডও দেখাতে পারেন রেফারি। কিন্তু ভারতীয় ফুটবলে, বলা ভালো আইএসএল-এ সব ম্যাচে এই নিয়ম প্রযোজ্য নয়। আলড্রেডের এই হ্যান্ড বল রেফারির দৃষ্টি এড়িয়ে গেল। তখনও এই ম্যাচে গোল হয়নি। কেরালা ব্লাস্টার্স পেনাল্টি পেলে যদি গোল করে দিত, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। কিন্তু নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল তারা। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়লেও, শেষদিকে পরপর ২ গোল করে জয় ছিনিয়ে নিল লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ফল ৩-২।

সল্টলেকে নাটকীয় ম্যাচ

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। আশিস রাইয়ের শট ধরতে পারেননি কেরালার গোলকিপার সচিন সুরেশ। তাঁর হাত থেকে ছিটকে আসা বল জালে জড়িয়ে দেন ম্যাকলারেন। ৫১ মিনিটে বিশাল কাইথ ও শুভাশিস বসুর ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান জেসাস জিমেনেজ। ৭৭ মিনিটে ফের ভুল করে বসেন সবুজ-মেরুন গোলকিপার বিশাল। আদ্রিয়ান লুনার ফ্রি-কিক থেকে বক্সে উড়ে আসা বল ধরতে গিয়ে ফস্কান বিশাল। সেই বল জালে জড়িয়ে দেন মিলোস ড্রিনচিচ। ৮৬ মিনিটে সমতা ফেরান জেসন কামিংস। এবারও ভুল করেন সুরেশ। এরপর সংযোজিত সময়ে জয়সূচক গোল করেন আলবার্তো রডরিগেজ।

 

 

লিগ টেবলের শীর্ষে সবুজ-মেরুন

কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১০ নম্বরে কেরালা ব্লাস্টার্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মারাত্মক চোট পেয়ে বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার! উদ্বেগে লাল-হলুদ শিবির

মাঠে নামার ৯ মিনিটের মধ্যে গোল জেসন কামিংসের, ফের আইএসএল-এর শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট

রেফারি নাগভেঙ্করের 'দংশন', ওড়িশার বিরুদ্ধে হার ১০ জনের ইস্টবেঙ্গলের