সংক্ষিপ্ত
কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান।
কিন্তু কোনওভাবেই বেকায়দায় পড়া যাবে না। সর্বদা সতর্ক থাকতে চাইছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। ঘরের মাঠে তাই ওড়িশা এফসিকে হারানোই এখন একমাত্র লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের।
শনিবার, কেরালার বিরুদ্ধে জয়ের পর মোলিনা পরিষ্কার বলে দিয়েছেন, “আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। কেরালা ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে আমি সত্যিই খুব খুশি। আমাদের জন্য এই তিন পয়েন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। লিগ শিল্ড জয়ের জন্য আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছে ছেলেরা। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।”
তাঁর কথায়, “আগামী ২৩ ফেব্রুয়ারি কলকাতায় ওড়িশা ম্যাচ জিতেই লিগ শিল্ড নিশ্চিত করতে চাই আমরা। তাছাড়া আমাদের মনঃসংযোগ ধরে রাখতে হবে।”
মোহনবাগান কোচ আরও যোগ করেছেন, “শুরুর দিকে কেরালা বেশ চাপ তৈরি করেছিল। কারণ, ওরা বল নিজেদের দখলে রাখছিল। সেইসঙ্গে, ওদের ফুটবলাররা যথেষ্ট ভালো জায়গা করে নিচ্ছিল। সেইসময়, আমাদের অনেকটা নিচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এমনকি, ওরা কয়েকটা গোলের সুযোগও পায় ঐ সময়। আমরা ভালো খেলতে পারিনি সেই সময়। কারণ, বলের দখল রাখতে বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের খেলা অনেক ভালো হয়েছে। বল ধরে খেলতে শুরু করার পর থেকেই সুযোগ তৈরি হতে শুরু করে। জেমি ম্যাকলারেন ভালো খেলেছে। আর লিস্টনের প্রথম গোলটা আদতে একটি দুর্দান্ত মুভের ফলাফল।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।