সংক্ষিপ্ত

রেফারির সিদ্ধান্তই কার্যত বদলে দিল ফেডারেশন। ভারতীয় ফুটবলে ঘটে গেল এক অবাক কাণ্ড।

রেফারির সিদ্ধান্তই কার্যত বদলে দিল ফেডারেশন। ভারতীয় ফুটবলে ঘটে গেল এক অবাক কাণ্ড।

আইএসএল-এর একটি ম্যাচে রেফারি একজন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। লাল কার্ডের বদলে সেই ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচে। খেলার ৮২ মিনিটের মাথায়, নর্থ ইস্টের আশির আখতারকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। কিন্তু রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনে আবেদন জানায় নর্থ ইস্ট। তাদের দাবি ছিল, লাল কার্ড দেখানোর মতো অন্যায় কোনওভাবেই আশির করেননি।

সেই আবেদনের পর, বিষয়টি খতিয়ে দেখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। তারা ফুটবলারদের বক্তব্য শোনে। সেই ম্যাচের রেফারির রিপোর্টও খতিয়ে দেখা হয়। তারপরই ফেডারেশন একটি বিবৃতিতে জানায়, “ফুটবলারের তথ্য এবং চিফ রেফারিং অফিসারের টেকনিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, ওই ফুটবলারকে বেআইনিভাবে লাল কার্ড দেখানো হয়েছিল। লাল কার্ড দেখার মতো অপরাধ তিনি করেননি। ফলে, তাঁর লাল কার্ডটি বদলে হলুদ কার্ড করা হয়েছে।”

উল্লেখ্য, ফুটবলে লাল কার্ডের সিদ্ধান্ত বদল করতে রেফারিদের অনেকবার দেখা গিয়েছে। বিশেষ করে ভিএআর (VAR) প্রযুক্তি আসার পরে এইরকম ঘটনা আর বেশি করে ঘটেছে। অনেক সময় রেফারি কোনও ফুটবলারকে লাল কার্ড দেখানোর পরে ভিএআর-এ দেখে সিদ্ধান্ত বদলে দিয়েছেন। কিন্তু রেফারির সিদ্ধান্ত ফেডারেশন বদলে দেওয়ার মতো ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু ভারতীয় ফুটবলে এবার সেটাই দেখা গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।