- Home
- Sports
- Football
- Kolkata Derby: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মেগা কলকাতা ডার্বির টিকিট বিক্রি কবে থেকে শুরু?
Kolkata Derby: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মেগা কলকাতা ডার্বির টিকিট বিক্রি কবে থেকে শুরু?
ইতিমধ্যেই কলকাতা ডার্বি স্থানান্তরিত হয়ে গেছে গুয়াহাটিতে।
110

Image Credit : Social Media
আইএসএল-এর (Indian Super League) ফিরতি ডার্বি
বাঙালির অন্যতম দুই প্রিয় দল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) মুখোমুখি হবে।
210
Image Credit : Asianet News
গত ডার্বিতে জয় পায় সবুজ মেরুন ব্রিগেড
লাল হলুদকে ২-০ গোলে পরাজিত করে মোহনবাগান।
310
Image Credit : Social Media
সেই ম্যাচ কলকাতার যুবভারতীতে হয়েছিল
কিন্তু এবার আর তা হচ্ছে না।
410
Image Credit : East Bengal/Mohun Bagan Super Giant
কারণ, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, গঙ্গাসাগর মেলা রয়েছে
তাই ডার্বি ম্যাচের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া সম্ভব নয়।
510
Image Credit : Emami East Bengal FC/Mohun Bagan Super Giant
তাই দীর্ঘ আলোচনার পর সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে
আগামী ১১ জানুয়ারি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে।
610
Image Credit : Social Media
কিন্তু দর্শকদের মনে প্রশ্ন, টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে?
মোহন-ইস্ট জনতার মধ্যে ডার্বি (Kolkata Derby) ম্যাচের টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে।
710
Image Credit : Social Media
জানা যাচ্ছে, টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকেই
অর্থাৎ, ৮ জানুয়ারি থেকেই কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু হওয়ার কথা।
810
Image Credit : X
এমনিতেই মাঝে মাত্র দুদিন আছে
৮ তারিখ টিকিট না ছাড়লে সমস্যায় পড়বেন দুই দলের সমর্থকরাই।
910
Image Credit : X
তবে গুয়াহাটি যাওয়ার ট্রেনের টিকিটও নাকি মিলছে না
ওদিকে বিমানের টিকিটের আকাশছোঁয়া দাম।
1010
Image Credit : X
স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থকরা
একেবারে শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু বদলের জেরে একাধিক সমস্যা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos