লিগ শিল্ড পকেটে। তাই উৎসবের মেজাজ।
ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের পর, ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। তারপরেও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচেও আগ্রাসী মনোভাবই দেখিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। আর এবার সামনে এফসি গোয়। কিন্তু সেই ম্যাচেও আগ্রাসন কমার কোনওরকম সম্ভাবনা নেই।
লিগ শিল্ড নিশ্চিত হয়ে গেলেও, গোয়াকে হারিয়েই শিল্ড নিয়ে উৎসবে মাততে চান কোচ জোসে মোলিনা। তবে একাধিক বিষয়কে মাথায় রেখেই দল সাজাচ্ছেন তিনি।
সাধারণত লিগ শিল্ড জিতে গেলে পরের ম্যাচগুলির গুরুত্ব খানিকটা কমে যায়। কিন্তু মোলিনা অবশ্য তেমনটা একদমই ভাবছেন না। তাঁর মতে, “আসল ব্যাপার হল সম্মান। জানি, এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। সেই কারণে একটু আরামে থাকাই যায়। কিন্তু সমর্থকদের সামনে একটা ম্যাচ খেলতে নামব। আর সেই ম্যাচের পর লিগ শিল্ড পাব। নিশ্চিতভাবেই অনেকটা উচ্ছ্বাস হবে। আমরা তাই জিততে চাই। যাতে সেই উচ্ছ্বাসে কোনও খামতি না হয়। দলের সেরা একাদশকেই মাঠে নামাব। তবে হ্যাঁ, কিছু ফুটবলারকে কার্ডের জন্য পাব না। কেউ কেউ আবার নেই চোটের জন্য। তবে যাদের নামাব, তাদের প্রত্যেকের ম্যাচ জেতানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে।”
সেইসঙ্গে তিনি যোগ করেছেন, “পরের সপ্তাহে ৭ জন ফুটবলার জাতীয় দলে চলে যাবে। তারপর আবার প্লে-অফের খেলা রয়েছে। আশা করি, সব খেলোয়াড় দেশকে জিতিয়ে এবং ফিট হয়েই ফিরে আসবে। তা না হলে আমরা উল্টে সমস্যায় পড়ে যাব। মানোলো আশা করি বিষয়টির দিকে খেয়াল রাখবেন।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


