- Home
- Sports
- Football
- ISL: লক্ষ্য এবার বেঙ্গালুরু বধ, মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ বাজিমাৎ করতে চায় মোহনবাগান
ISL: লক্ষ্য এবার বেঙ্গালুরু বধ, মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ বাজিমাৎ করতে চায় মোহনবাগান
সামনে এবার বেঙ্গালুরু এফসি। জয়ের লক্ষ্যে নামছে মোলিনা ব্রিগেড।
110

Image Credit : SOCIAL MEDIA
আইএসএল-এর (ISL) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ
২৮ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)।
210
Image Credit : SOCIAL MEDIA
চলতি আইএসএলে সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্যাচ
গত ম্যাচের মতো এই ম্যাচেও জিততে চাইছে বাগান শিবির।
310
Image Credit : SOCIAL MEDIA
প্রথম ম্যাচে ড্র
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলার ফলাফল ছিল ২-২।
410
Image Credit : SOCIAL MEDIA
কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় দল
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় মোহনবাগানের।
510
Image Credit : SOCIAL MEDIA
আর এবার লক্ষ্য বেঙ্গালুরু বধ
গোটা দল চূড়ান্ত অনুশীলন সেরে শুক্রবার কলকাতা ছাড়ল।
610
Image Credit : SOCIAL MEDIA
আত্মবিশ্বাসী হেড স্যার জোসে মোলিনা (Jose Francisco Molina)
তাঁর কথায়, “আক্রমণে আমার হাতে চারজন্ ফুটবলার রয়েছে। যা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।”
710
Image Credit : SOCIAL MEDIA
দলের প্রথম একাদশ নিয়ে কী বললেন তিনি?
মোলিনার বক্তব্য, “শনিবার কোন ১১ জন খেলবে, সেই বিষয়ে এখনই কিছু বলব না আমি।”
810
Image Credit : SOCIAL MEDIA
লক্ষ্য তিন পয়েন্ট
বেঙ্গালুরুর ঘরের মাঠে জিততে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।
910
Image Credit : SOCIAL MEDIA
অন্যদিকে, টগবগ করে ফুটছে বেঙ্গালুরু এফসি
চলতি আইএসএলে প্রথম দুটি ম্যাচেই জিতেছে তারা।
1010
Image Credit : X
তাই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হতে চলেছে
কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি মোহনবাগান।
Latest Videos