ISL: শুরু হচ্ছে আইএসএল! বাজিমাৎ করতে মরিয়া মোহনবাগান, কী বলছে সবুজ মেরুন?
আইএসএলে (Indian Super League) নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan)।
18

Image Credit : Asianet News
মুডে আছেন সুহেইল ভাট
বলছেন, ““মোহনবাগানের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।”
28
Image Credit : Social Media
একাধিক উচ্চমানের ফুটবলার রয়েছে সবুজ মেরুনে
গোটা দল কঠিন পরিশ্রম করছে।
38
Image Credit : Social Media
মোহনবাগানের লক্ষ্য সুন্দর ফুটবল উপহার দেওয়া
তাই আইএসএলে নিজেদের সেরাটাই দিতে চাইছেন ফুটবলাররা।
48
Image Credit : SOCIAL MEDIA
জেসন কামিংস কী বলছেন?
তাঁর কথায়, "আমরা ম্যাচ ধরে এগোতে চাই। সমর্থকদের প্রত্যাশা অনেক। তা পূরণ করতে আমরা বদ্ধপরিকর।”
58
Image Credit : SOCIAL MEDIA
ফোকাস এখন আইএসএলে
সামনের ম্যাচগুলিতে ভালো ফলের বিষয়ে আশাবাদী সবাই।
68
Image Credit : social media
মোহনবাগান কোচ জোসে মোলিনা কী জানালেন?
তাঁর মতে, “প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচই জিততে হবে।"
78
Image Credit : Mohun Bagan Super Giant
আগামী ১৩ সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ
আইএসএলে তাদের প্রথম প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।
88
Image Credit : X
মুখ খুললেন দিমিত্রি পেত্রাতোস
জানালেন, “আমাদের একমাত্র ফোকাস এখন আইএসএল।"
Latest Videos