সংক্ষিপ্ত
এইমুহূর্তে মোহনবাগানের (Mohun Bagan) কাছে লিগ শিল্ড জয় শুধুই সময়ের অপেক্ষা।
কিন্তু শনিবারই কি টানা দ্বিতীয়বার খেতাবের হাতছানি রয়েছে সবুজ মেরুনের সামনে? নাকি অপেক্ষায় থাকতে হবে সেই রবিবার পর্যন্ত? আসলে শনিবার, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া। আর সেই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ।
পরিসংখ্যান ঠিক কী বলছে? হিসেব কার্যত পরিষ্কার। আইএসএল-এর (Indian Super League 2024-25) দ্বিতীয় স্থানে থাকা গোয়ার ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট। আর সেখানে এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান এগিয়ে আছে ১০ পয়েন্টে। অর্থাৎ, ২১ ম্যাচে মোলিনার ছেলেদের পয়েন্ট ৪৯। এখনও বাকি তিনটি ম্যাচ। তাই বিরাট কোনও অঘটনের সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
বিশেষত মোহনবাগান যে ছন্দে রয়েছে, তারপরে তো নয়ই। তারা শেষ চারটি ম্যাচের চারটিতেই জিতেছে। আর সেটাও কোনও গোল না হজম করেই জয়। আলবার্তো থেকে জেমি, গোল করে দলকে জেতাতে যেন সবাই একেবারে ওস্তাদ।
অন্যদিকে, রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই কার্যত, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। সেক্ষেত্রে ২২ ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের পয়েন্ট দাঁড়াবে ৫২। গোয়া যদি তাদের চারটি ম্যাচও জিতে যায় তাহলেও মানোলো মারকুয়েজের দলের সর্বোচ্চ পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৫১। কারণ, শনিবারের সন্ধ্যাতেই লিগ শিল্ড নিশ্চিত হয়ে যেতে পারে মোহনবাগানের।
শুধু তাই নয়, কেরালার কাছে গোয়া যদি পরাজিত হয়, তাহলে ওই ম্যাজিক ফিগারও ছোঁয়া অসম্ভব হয়ে যাবে। ফলে, শনিবারই লিগ শিল্ড জয়ী হয়ে যাবে মোহনবাগান। আর যদি গোয়া ড্র করে থাকে, তাহলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ২১ ম্যাচ খেলে ৪০।
সেক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৯। অর্থাৎ, পরের ৪টি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট ঘরে তুললেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।