সংক্ষিপ্ত
চলতি আইএসএলে চারটি ম্যাচ এখনও বাকি।
আর একটি ম্যাচ জিতলেই লিগ শিল্ড জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে সবুজ মেরুনের কাছে। তার জন্য অবশ্য অন্য দুটি ম্যাচের ফলাফলও বেশ গুরুত্বপূর্ণ। আর সেগুলি বাগানের অনুকূলে গেলে পরপর দুবার ভারতসেরা হবে মোহনবাগান।
এই মুহূর্তে মোহনবাগানের পয়েন্ট ২০ ম্যাচ খেলে ৪৬। বাকি চারটি ম্যাচ জিতলেই তাদের পয়েন্ট হবে ৫৮। আইএসএল-এর (Indian Super League) ইতিহাসে কোনও দল এত পয়েন্টে এখনও অবধি পৌঁছতে পারেনি। এই চারটির মধ্যে দুটি ম্যাচ জিতলেই বাগানের পয়েন্ট হয়ে যাবে ৫২।
সেক্ষেত্রেও বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোলিনার ছেলেরা। অন্যদিকে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। মোট ১৯টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৬। অর্থাৎ, বাকি পাঁচটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫১ পয়েন্টে যেতে পারবে তারা।
অপরদিকে তিন নম্বরে রয়েছে জামশেদপুর এফসি। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে মোট ৩৪। বাকি পাঁচটি ম্যাচ জিতলে জামশেদপুর পৌঁছতে পারবে সর্বোচ্চ ৪৯ পয়েন্টে। তবে লিগের বাকি ১০টি দল অত পয়েন্টে কোনওভাবেই পৌঁছতে পারবে না। অর্থাৎ, নিজেদের পরের দুটি ম্যাচ জিতলে বাকি কারও দিকে না তাকিয়েই লিগ শিল্ড হেলায় জিতে নেবে বাগান শিবির।
কিন্তু তার আগেই অবশ্য মোহনবাগান হয়ে যেতে পারে ভারতসেরা। কারণ, শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। তার আগে বুধবার, মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে গোয়া। এদিকে বৃহস্পতিবার, নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামবে জামশেদপুর।
উল্লেখ্য, মোহনবাগান যদি শনিবার কেরালাকে হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৪৯। তার আগে যদি গোয়া এবং জামশেদপুর ম্যাচের ফলাফল বাগানের পক্ষে যায়, তাহলে কেরালাকে হারালেই সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।