সংক্ষিপ্ত
চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ড্র করলেও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের নিয়ে যথেষ্ট খুশি তিনি।
কোচ ভরসা রাখছেন ছেলেদের উপর। পয়েন্ট হারালেও ফুটবলারদের উপর থেকে ভরসা হারাচ্ছেন না মোহনবাগান হেডস্যার জোসে মোলিনা।
চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ড্র করলেও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের নিয়ে যথেষ্ট খুশি তিনি। আসলে গত ম্যাচেও ড্র করেছিল তারা। পরপর দুটি ম্যাচে ড্র করে চার পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান।
চেন্নাইয়ানের বিরুদ্ধে সবুজ মেরুন ব্রিগেড সেরা ছন্দে একেবারেই ছিল না। স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে ওঠে তাদের খেলায়। গোটা ম্যাচে মাত্র আটটি গোলের সুযোগ তৈরি করতে সক্ষম হয় তারা। প্রতিপক্ষের বক্সে মাত্র ১৫ বার বল ধরে মোহনবাগান। সুতরাং, এই পরিসংখ্যানগুলি বুঝিয়ে দিচ্ছে যে, এদিন তারা তেমন আক্রমণের মেজাজে ছিল না গোটা দল। তবু দলের পারফরম্যান্সে নয়ে যথেষ্ট খুশি এই স্প্যানিশ কোচ।
মোলিনার কথায়, “সব ম্যাচেই গোল করতে চাই আমরা। কিন্তু শেষ দুটি ম্যাচে আমরা বেশি গোল করতে পারিনি। তবে দলের পারফরম্যান্সে আমি বেশ খুশি। চেন্নাইয়ান যদিও ভালো ডিফেন্স করেছে। তাও আমরা অনেক গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। কিন্তু শেষমুহূর্তের ভুলে আমরা গোল করতে পারিনি। শেষ দুটি ম্যাচ মোটেই সহজ ছিল না আমাদের জন্য। তবে দল বেশ ভালোই পারফরম্যান্স করেছে। তবে আমাদের আরও পরিশ্রম করতে হবে।”
তিনি আরও যোগ করেছেন, “জামশেদপুর ম্যাচের পর ফুটবলাররা পুরোপুরি ক্লান্তি কাটানোর সময় পায়নি। সেইজন্যই দলে পরিবর্তন এনেছিলাম। যারা পুরো সুস্থ, তাদেরকেই নামিয়েছিলাম। তবে এখন এটাই আমার ঠিক বলে মনে হয়েছে। প্রথমার্ধে বিপক্ষকে আমরা সেইভাবে খেলতেই দিইনি। তবে আমাদের ফাইনাল পাস এবং ফিনিশিং ঠিক হয়নি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।