সংক্ষিপ্ত

কেরালার মাটিতে বড় জয়। 

সবুজ মেরুনের হয়ে দুটি গোল করেন জেমি ম্যাকলারেন এবং একটি গোল আলবার্তো রডরিগেজ।

না, কোনও অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল না। আসলে জাতীয় ক্লাবের যে দাপট রেখে জেতা উচিত, সেটাই করে দেখাল বাগান শিবির।

কোচির মাঠে কেরালা ব্লাস্টার্সের জালে যখন জেমি ম্যাকলারেন বল জড়িয়ে দিলেন, তখন সাইডলাইনের ধারে রীতিমতো গর্জন করে উঠলেন কোচ জোসে মোলিনা। যেন বুঝিয়ে দিলেন, মরশুমের শুরুতে কারা যেন সমালোচনা করছিল? জবাব দিলেন নিজের ঢঙেই।

সঙ্গে টের পাচ্ছেন যে, লিগ শিল্ডের খুব কাছে পৌঁছে গেছে মোহনবাগান (Mohun Bagan)। এদিন জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন। আর অন্য গোলটি করেন আলবার্তো। গোয়ার থেকে প্রায় দশ পয়েন্টের ব্যবধান। আর মাত্র একটি জয় পেলেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ী হবে মোহনবাগান। সেইসঙ্গে, প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে আইএসএল-এর সেমিফাইনালেও উঠে গেল সবুজ মেরুন ব্রিগেড।

এদিন সবুজ মেরুন ঝড়ের শুরুটা করেন লিস্টন কোলাসো। বাঁ-প্রান্ত দিয়ে দুর্বার গতিতে তিনি ছিটকে বেরিয়ে যান। খেলার ২৮ মিনিটে, দুজন ডিফেন্ডারকে কারিয়ে অনায়াসে ঢুকে গেলেন বিপক্ষের বক্সে এবং সেখান থেকে জেমিকে লক্ষ টাকার পাস আর সেখান থেকে জালে বল জড়িয়ে দিলেন ম্যাকলারেন এবং মোহনবাগান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

এরপর ম্যাচের ৪০ মিনিটে, কেরালা গোলকিপার সুরেশের মাথার উপর দিয়ে বল ভাসিয়ে দিলেন জেমি এবং গোল। তবে জেসন কামিংসের বিশ্বমানের অ্যাসিস্টের অবশ্যই প্রশংসা করতে হয়।

প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের তৃতীয় গোলটি এল আলবার্তোর পা থেকে। খেলার ৬৬ মিনিটে, অনবদ্য ফিনিশ করলেন আলবার্তো রডরিগেজ। শেষপর্যন্ত, কেরালা ব্লাস্টার্সকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিল মোহনবাগান।

আর এই জয়ের সুবাদে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৯। অর্থাৎ, প্রথম দুইতে থাকাও কার্যত, নিশ্চিত করে ফেলল মোলিনার ছেলেরা। পাশাপাশি আইএসএল-এর (ISL) নিয়মানুযায়ী, সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।