সংক্ষিপ্ত

ইস্টবেঙ্গলের খারাপ সময় আর যেন কাটছেই না। ডার্বি হারের পর এবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছেও হেরে গেল লাল-হলুদ ব্রিগেড।

ডার্বি হারের পরের ম্যাচটা সবসময়ই কঠিন। বিশেষ করে ইস্টবেঙ্গলের এখন যে অবস্থা, তাতে ডার্বি হারের জেরে ফুটবলারদের মনোবল তলানিতে। খেলার শুরু থেকেই সেটা প্রকট হয়ে উঠছিল। অ্যাওয়ে ম্যাচ হলেও, রহিম আলি, স্লিসকোভিচদেরই আক্রমণ বেশি ছিল। ৫ মিনিটের মাথায় জুলিয়াস ডাকারকে অবৈধভাবে বাধা দিয়ে হলুদ কার্ড দেখেন সার্থক গলুই। খেলা কিছুটা গড়ানোর পর খোলস ছেড়ে বেরনোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। ২২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ভিপি সুহের। ক্লেটন সিলভার পাস থেকে শুধু চেন্নাইয়িন এফসি গোলকিপার দেবজিৎ মজুমদারকে পেয়েও বাইরে শট নেন সুহের। ৩৭ মিনিটে ক্লেটনও একই জায়গা থেকে একইরকম সুযোগ নষ্ট করেন। ক্লিয়ারেন্স থেকে আসা একটি বল ধরতে গিয়ে পা পিছলে পড়ে যান চেন্নাইয়ের ডিফেন্ডার ভাফা হাকহামানেশি। কিন্তু সহজ সুযোগ পেয়েএ তিনকাঠির মধ্যে বল রাখতে পারেননি ক্লেটন। চেন্নাইয়িন গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ৩৪ মিনিটে বক্সের মধ্যে থেকে অনিরুদ্ধ থাপার বাঁ পায়ের জোরাল শট সেভ করে দেন ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিং। ফলে প্রথমার্ধে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নাওরমে মহেশকে তুলে এই মরসুমে আইএসএল-এ প্রথমবার অনূর্ধ্ব-২০ জাতীয় দলের সদস্য হিমাংশু জ্যাংড়াকে নামান ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে কিরিয়াকুর শট অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ৬৩ মিনিটে সেমবোই হাওকিপের বদলে মাঠে আসেন অনিকেত যাদব। ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দেন ইরানের ফুটবলার ভাফার। গোল করার পর তিনি জার্সি খুলে টি-শার্টে নিজের দেশে মহিলাদের অধিকার, স্বাধীনতার পক্ষে লেখা স্লোগান তুলে ধরেন। এর জন্য হলুদ কার্ড দেখতে হয় এই ফুটবলারকে। এর আগে ৬০ মিনিটেও তিনি হলুদ কার্ড দেখেছিলেন। ফলে জোড়া হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় ভাফাকে। ১০ জনে হয়ে যায় চেন্নাইয়িন। ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্থককে। গোল হজম করার পর জোড়া পরিবর্তন করেন লাল-হলুদ কোচ। ইভান গঞ্জালেজের বদলে মাঠে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো। সুহেরের বদলে নামেন মোবাসির রহমান। চেন্নাইও জোড়া ফুটবলার পরিবর্তন করে। রহিম আলির বদলে মাঠে নামেন নিনথোইনগানবা মিতেই এবং প্রশান্ত কারুথাদাথকুনির বদলে মাঠে নামেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার সৌরভ দাস। চেন্নাই আর গোল করতে না পারলেও, নিজেদের গোলদুর্গ অটুট রাখতে সক্ষম হয়।

এবারের আইএসএল-এই নিয়ে দ্বিতীয় জয় পেল চেন্নাই। দু'টি জয়ই এল কলকাতায়। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দেওয়ার পর এবার ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিল চেন্নাই।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফুটবল শুরুর আগে বাইজুস-এর ধামাকা, মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা অনলাইন এডুকেশনাল অ্যাপ-এর

রাজনীতি নয় ফুটবলেই মন দাও, কাতার বিশ্বকাপের দলগুলিকে বার্তা ফিফার

হঠাৎ অবসর ঘোষণা, শনিবারই বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলবেন জেরার্ড পিকে