সংক্ষিপ্ত
এবারের আইএসএল-এও সুপার সিক্সে খেলছে না ইস্টবেঙ্গল। পরপর তিন ম্যাচ জিতে আশা তৈরি করেছিলেন রাফায়েল মেসি বৌলিরা। কিন্তু রবিবার সব আশা শেষ হয়ে গেল।
গুরুত্বপূর্ণ ম্যাচে দল ভালো খেলছে, এক গোলে এগিয়ে। প্রথমার্ধের সংযোজিত সময় চলছে। এই সময় সব ফুটবলারই সংযত, সতর্ক থাকেন। কিন্তু ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস আলাদা ধরনের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে অযথা মাথা গরম করে বেঙ্গালুরু এফসি-র নগুয়েরাকে মাথা দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড দেখলেন লাল-হলুদের গ্রিক স্টাইকার। নগুয়েরার প্ররোচনা ছিল। কিন্তু দিয়ামান্তাকসের মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। যে ম্যাচ জিতলে সুপার সিক্সের আশা থাকবে, সেই ম্যাচে লাল কার্ড দেখা অপরাধ। সেই অপরাধই করে বসলেন দিয়ামান্তাকস। গত আইএসএল-এর সর্বাধিক গোলদাতা এবার লাল-হলুদ জার্সিতে বেশিরভাগ ম্যাচেই নিষ্প্রভ ছিলেন। তবে রবিবার তিনি যে কাণ্ড ঘটালেন, তাতে লাল-হলুদ জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। 'গ্রিক গড' এখন খলনায়কে পরিণত।
১০ জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের
এদিন ম্যাচের ১১ মিনিটে ইস্টবেঙ্গকে এগিয়ে দেন রাফায়েল মেসি বৌলি। বল নিয়ে একক দক্ষতায় বেঙ্গালুরুর রক্ষণকে পরাস্ত করতে গিয়ে পড়ে যান সল ক্রেসপো। তা সত্ত্বেও তিনি কোনওরকমে বল এগিয়ে দেন। সেই বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের মাপা প্লেসিংয়ে গুরপ্রীত সিং সান্ধুকে হার মানান মেসি। কিন্তু এরপরেই একের পর এক ঘটনা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেতে থাকে। ২৬ মিনিটে সিটার মিস করেন বিষ্ণু পি ভি। ২৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পান আনোয়ার আলি। তিনি মাঠ ছাড়েন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লাল কার্ড দেখেন দিয়ামান্তাকস। দ্বিতীয়ার্ধে ১০ জনে লড়াই করলেও, ৮৯ মিনিটে বেঙ্গালুরুকে পেনাল্টি উপহার দেন নিশু কুমার। সমতা ফেরান সুনীল ছেত্রী। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এই ম্যাচে পয়েন্ট খুইয়ে সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।
২ সপ্তাহ মাঠের বাইরে আনোয়ার!
বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচে আনোয়ারের খেলার সম্ভাবনা নেই। তিনি সম্ভবত ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আমরা যে জায়গায় তাতে কেউ ফুল বাড়িয়ে দেবে না,' ব্যর্থতার দায় নিচ্ছেন অস্কার
শীর্ষকর্তা-সিটিও-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ, ছাড় পেলেন না কোচ-ফুটবলাররাও
'ব্যক্তি আক্রমণকে সমর্থন নয়,' বিবৃতি ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গলে সমর্থকদের আবেগের গুরুত্ব নেই?