সংক্ষিপ্ত

শেষমুহূর্তে গোল হজম ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। আইএসএল-এ কিছুতেই এই সমস্যা দূর করতে পারছে না কার্লেস কুয়াদ্রাতের দল। শনিবারও একই সমস্যা দেখা গেল।

আইএসএল-এ জয়ে ফিরতে ব্যর্থ ইস্টবেঙ্গল। শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও জয় পেল না লাল-হলুদ। শেষমুহূর্তে গোল হজম করে ড্র করেই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। এই ম্যাচ ড্র করার ফলে ৬ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে লাল-হলুদ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল চেন্নাইয়িন। পরপর পয়েন্ট নষ্ট করে ক্রমশঃ পিছিয়ে পড়ছে ইস্টবঙ্গল। এবারের আইএসএল-এও প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত ও সাপোর্ট স্টাফরা চেষ্টা করেও দলের রোগ সারাতে পারছেন না।

ফের এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট

চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখানো পি ভি বিষ্ণু। তাঁর জন্যই গোল পায় লাল-হলুদ। ২৯ মিনিটে সল ক্রেসপোর পাস ধরে বাঁ দিকের উইং দিয়ে দৌড় শুরু করেন বিষ্ণু। তাঁর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন আয়ূষ অধিকারী। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এই গোলই জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল, কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দোর ভুলে পয়েন্ট হারাতে হল ইস্টবেঙ্গলকে। ৮৬ মিনিটে নিজেদের অর্ধে থেকে বল বিপদমুক্ত করার চেষ্টার বদলে পায়ে বল রেখে খেলতে গিয়ে বিপক্ষের রাফায়েল ক্রিভেলারোকে উপহার দিয়ে বসেন পার্দো। সেই বল ধরে নিনথইনগানবা মিতেইকে পাস দেন রাফায়েল। গোল করতে ভুল করেননি মিতেই। ফলে ম্যাচ ড্র হয়ে গেল। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়িনের রায়ান এডওয়ার্ডস। কিন্তু বিপক্ষ দলকে ১০ জনে পেয়েও সুবিধা নিতে পারেনি ইস্টবেঙ্গল

ঘুরে দাঁড়াতে ব্যর্থ লাল-হলুদ

আইএসএল-এ গত কয়েকটি মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স খুব খারাপ। এবার ভালো ফল হবে বলে আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু ডুরান্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডন এলসের চোট পেয়ে ছিটকে যাওয়া লাল-হলুদ রক্ষণের বাঁধুনি নষ্ট করে দিয়েছে। দলকে ভরসা দিতে পারছেন না পার্দো। প্রতিটি ম্যাচেই এর খেসারত দিতে হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Fact Check: রামিজ রাজার দাবি অনুযায়ী সত্যিই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডায়েট প্ল্যান ঠিক করে দেয় নাসা?

Lionel Messi: 'ব্রাজিলে ফের নিপীড়নের শিকার আর্জেন্টিনিয়ানরা,' সরব মেসি

YouTube video player